এখন পড়ছেন
হোম > জাতীয় > যশবন্ত সিনহার দলত্যাগের পরেই গেরুয়া শিবিরের অন্দরে বিস্ফোরক আরেক ‘বিদ্রোহী’ নেতা

যশবন্ত সিনহার দলত্যাগের পরেই গেরুয়া শিবিরের অন্দরে বিস্ফোরক আরেক ‘বিদ্রোহী’ নেতা


মোদী সরকারের উপর ক্ষুব্ধ হয়ে সম্প্রতি বিজেপি দলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। এবার দল ত্যাগের প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির আরেক বিতর্কিত নেতা শত্রুঘ্ন সিনহা। এদিন তিনি বললেন  তিনি নিজে থেকে দল ছাড়বেন না। প্রয়োজনে তাঁকে তাড়িয়ে দিতে পারে বিজেপি। চলতি বছরের জানুয়ারী মাসে যশবন্ত সিনহার উদ্যোগে নির্মিত রাজনৈতিক সংগঠন ‘রাষ্ট্রমঞ্চ’ এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা জানালেন শত্রুঘ্ন সিনহা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ২০১৫ সালে বিহার নির্বাচনের পর ধেকেই দলের সাথে তাঁর সম্পর্কে নানা জটিলতা দেখা দিয়েছে। ২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের থেকেই বিজেপি শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন শত্রুঘ্ন সিনহা। এদিন তিনি বললেন, ”বিহারে বিধানসভা নির্বাচনের পর থেকেই দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে শুনছি। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা এতটাই অসহায়, মনে হচ্ছে কোনও একটা বিশেষ দিন দেখেই আমাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে।বিজেপি নেতৃত্ব চাইলেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে ওদের নিউটনের তৃতীয় সূত্র মনে রাখতে হবে। প্রতিটি ক্রিয়ার সমান ও প্রতিবর্ত প্রতিক্রিয়া আছে।” বিহারের পাটনায়  রাষ্ট্রমঞ্চ সংগঠনের এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিজেপি-বিরোধী দলগুলির নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!