এখন পড়ছেন
হোম > জাতীয় > ইসলামপুর সহ একাধিক ইস্যুতে রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন চন্দ্র বসু, অস্বস্তিতে বিজেপি

ইসলামপুর সহ একাধিক ইস্যুতে রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন চন্দ্র বসু, অস্বস্তিতে বিজেপি


বঙ্গে পদ্ম ফোটাতে প্রায় সমস্ত কৌশলই রপ্ত করছে বিজেপি। ইতিমধ্যে ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুকে ঘিরে রাজ্য সরকার এবং প্রশাসনকে চেপে ধরে ময়দান কাপাচ্ছে বিজেপি। গত বুধবার রাজ্যে 12 ঘন্টার বাংলা বনধও ডেকেছিল তারা। আর সেইদিনই ইসলামপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি দেবজিত সরকারকে। লকআপের ভেতরে পুলিশ দেবজিত সরকারের ওপর অত্যাচার করছে এই অভিযোগে ব্যাবস্থা নিতে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রকে নালিশ জানায় রাজ্য বিজেপির যুব মোর্চা। যার পরিপ্রেক্ষিতে সেই চিঠির জবাব দেন কেন্দ্রের স্বরাস্ট্র প্রতিমন্ত্রী কীরেন রিজিজুর অতিরিক্ত সচিব। আর এরপরেই কেন্দ্রের তরফে পাওয়া এই চিঠিকে ঘেরে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে চরম কোন্দল।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এই চিঠি ট্যুইট করে রাজ্য বিজেপি নেতা চন্দ্র বসু। আর সেইখানেই বঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কার্যত প্রকাশ্যে কাঠগড়ায় তুলে নেতাজীর এই বংশধর বলেন, “রাজ্য সভাপতি কী ঘুমোচ্ছেন? বিরোধীদের কড়া ভাষায় আক্রমন করতে তিনি দ্বিধাবোধ না করলেও তার ওই ভাষার প্রভাব ভোটে পড়ে। তাই এরকম বক্তব্য রাখার থেকেই দলের মার খাওয়া নেতা কর্মীদের পাশে বেশি করে দাড়ানো দরকার।

শুধু তাই নয়, এদিন এই ট্যুইটের এক কমেন্টে এই চন্দ্র বসু দাবি করেন যে, “বাংলা থেকে বিজেপির মধ্যে থাকা দুর্নীতিতে যুক্ত নেতাদের সরাতে না পারলে কাজ করা দুঢ়হ হয়ে দাড়িবে।” তবে এইজন্য যে তিনি থেমে থাকবেন না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই চন্দ্র বসু। পাশাপাশি দল যদি তাঁকে সুযোগ দেয় তাহলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃনমূলের বিরুদ্ধে লড়াই করে দলকে উপযুক্ত হিসাবে গড়ে তোলারও কথা দিয়েছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, বিজেপি এই ইসলামপুরের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেও রাজ্য বিজেপিরই নেতা চন্দ্র বসু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগাঢ় করায় তৃনমূলের বিরুদ্ধে লড়াই তো দূরঅস্ত বরঞ্চ বিজেপির মধ্যেই নেতায় নেতায় লড়াই আরও তীব্র হয়ে ফুটে উঠল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!