এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘হিন্দু সন্ত্রাস’ বলে কিছু হয় না, বিস্ফোরক দাবি বিজেপি নেতার, এটা শুধু কংগ্রেসের একটা থিওরি মাত্র

‘হিন্দু সন্ত্রাস’ বলে কিছু হয় না, বিস্ফোরক দাবি বিজেপি নেতার, এটা শুধু কংগ্রেসের একটা থিওরি মাত্র

দেশের এক জাতীয় সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে ‘হিন্দু সন্ত্রাস’ থিওরি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন  বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণম স্বামী। এদিন তিনি দাবি করলেন দেশে হিন্দু সন্ত্রাসের কোনও অস্তিত্ব নেই। এটা কংগ্রেসের একটি থিওরি মাত্র। একইসাথে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন , কংগ্রেস দেশে খ্রীষ্টান শাসনব্যবস্থার প্রচলন করতে চাইছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালত পাঁচ অভিযুক্তকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করেছে। অভিযুক্তরা সকলে হিন্দু সংগঠনের সঙ্গে জড়িত। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়েই সুব্রহ্মণম স্বামী এদিন  সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম উল্লেখ করে সমালোচনায় মুখর হলেন। তিনি বললেন,”হিন্দুদের বিরুদ্ধে রাহুল, সোনিয়া ও পি চিদম্বরমের ষড়যন্ত্রের ফল এই থিওরি। হিন্দু সন্ত্রাস আসলে কংগ্রেসের একটা ভাবনার ফসল। যার অস্তিত্ব বলে কিছুই নেই।” এখানেই শেষ নয় তিনি এই ঘটনার জের টেনে আরো বললেন ,”যেদিন রাহুল গান্ধী মার্কিন দূতাবাসে যান সেইদিনই এই চক্রান্তের আভাস পাওয়া গিয়েছিল। ইউকিলিস বলছে, কংগ্রেস পার্টি সেখানে জানিয়েছিল তারা হিন্দু সন্ত্রাসকে লস্কর-ই-তইবার থেকেও বেশি ভয়ানক বলে মনে করে। তারপর থেকেই এই হিন্দু সন্ত্রাস বলে চেঁচাতে শুরু করে কংগ্রেস। পি চিদম্বরম জাল তথ্য পেশ করে তাতে আরও মদত জোগায়।” এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমন করে স্বামী বললেন, ” রাহুল গান্ধী আসলে খ্রিষ্টান লবিকে সন্তুষ্ট করতে চাইছিলেন। ওঁরা মুসলিম দেশের সাহায্যে দেশে খ্রিষ্টান শাসনব্যবস্থা চালু করার পরিকল্পনা করেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!