এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভিডিও শেয়ার করার অভিযোগে এফআইআর হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে! জোর কটাক্ষ মমতাকে!

ভুয়ো ভিডিও শেয়ার করার অভিযোগে এফআইআর হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে! জোর কটাক্ষ মমতাকে!


করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে এখন চিন্তিত রয়েছেন সকলেই। এই সময় রাজনীতিকে সরিয়ে হাতে হাত ধরে এই মারণ ভাইরাসকে রুখতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তবে মানুষের দুর্দিনে রাজনীতি করা হবে না বলে সকলে মনে করলেও, তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক তরজা এবার সামনে চলে এল। সূত্রের খবর, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরা।

যেখানে এক পুলিশ আধিকারিক একজন সাধারন মানুষের হাতে আক্রান্ত হচ্ছেন বলে দেখতে পাওয়া যায়। আর এই ভিডিওটি খিদিরপুর এলাকার বলে দাবি করেন অনুপমবাবু। পরবর্তীতে তদন্ত করে জানতে পারা যায় যে, বিজেপি নেতা অনুপম হাজরা যে ভিডিওটি শেয়ার করেছেন, তা রাজ্যের নয়, বরঞ্চ মুম্বইয়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার পরেই সেই অনুপম হাজরা ভিডিওটি ডিলিট করে দেন। কিন্তু গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। আর এতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সূত্রের খবর, এবার সেই অনুপম হাজরা ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে এফআইআরের ঘটনা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, “দেশের বিপর্যয়ের সময় শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” আর তারপরই মুখ্যমন্ত্রীর বাজার পরিদর্শন নিয়ে সরব হন এই বিজেপি নেতা। তিনি বলেন, “রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা কি কোনো কাজ করেন না! তাই মুখ্যমন্ত্রীকেই কি নিজের হাতে সব কিছু করতে হচ্ছে!” সব মিলিয়ে করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে তৃণমূল বনাম বিজেপির তরজা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!