এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশ্বের ‘প্রথম আদিবাসী নেতাকে’ খুঁজে বার করে ‘তাক’ লাগিয়ে দিলেন বিজেপি নেতা

বিশ্বের ‘প্রথম আদিবাসী নেতাকে’ খুঁজে বার করে ‘তাক’ লাগিয়ে দিলেন বিজেপি নেতা


ভারতীয় পুরাণের চরিত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আবারও সংবাদ শিরোনামে বিজেপি নেতা ও রাজস্থানের বিধায়ক জ্ঞান দেব আহুজা। উল্লেখ্য এর আগেও এই বিজপি নেতা  ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন। আর এদিন তিনি নিজের ভাবনা প্রকাশ করে জানালেন তাঁর মতে হনুমানই বিশ্বের মধ্যে প্রথম আদিবাসী নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন, “বিশ্বের প্রথম আদিবাসী নেতা হলেন হনুমান জি। আদিবাসীদের মধ্যে প্রথম সাধু হলেন তিনি। ভগবান রামকে যখন দেশের দক্ষিণ দিকে চিত্রকূটে নির্বাসনে পাঠানো হয়, তখন হনুমান আদিবাসীদের নিয়ে সেনা তৈরি করে রামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।” উল্লেখ্য এর আগে ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সম্পর্কে তিনি বলেছিলেন,  যে তাঁরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় চত্ত্বরে উলঙ্গ হয়ে নাচ করেন, সেখান থেকে ৫০ হাজার হাড়, ৩ হাজার ব্যবহৃত কন্ডোম, ৫০০টি ব্যবহৃত গর্ভপাতের ইঞ্জেকশন, ১০ হাজার সিগারেটের টুকরো, অ্যালুমিনিয়াম ফয়েল সহ অন্যান্য জিনিস পাওয়া যায়। তিনি দাবি করেন এই পরিসংখ্যান একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং খ্যাতির নিরিখে যথেষ্টই লজ্জাজনক ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!