এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কালীঘাটে “সার্জিক্যাল স্ট্রাইক” চালাতে চাওয়ায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্তের মামলা দায়ের!

কালীঘাটে “সার্জিক্যাল স্ট্রাইক” চালাতে চাওয়ায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্তের মামলা দায়ের!


ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে চালানো নৃশংস হামলার পর গত 26 শে ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারতীয় বায়ুসেনা। তবে আদৌ পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক চালিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যে হতবাক হয়ে যায় রাজনৈতিক মহলের একাংশ। আর এরপরই মালদহের বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করার জন্য পাল্টা একটি স্ট্রাইক হওয়া দরকার।”

যার মধ্যে একটি কালীঘাট এবং অপরটি মালদহের কোতোয়ালি বলে উল্লেখ করেন তিনি। একাংশের মতে, রাজ্যের শাসক দল তৃণমূলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ী কালীঘাটে, আবার অন্যদিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদহের কোতোয়ালিতে সেখানকার কংগ্রেসের দাপুটে নেতাদের বাস। ফলে এই দুই জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কথা বলেছেন বিজেপি নেত্রী।

তবে এবার সেই বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর এহেন বক্তব্য প্রসঙ্গে তার বিরুদ্ধেই রবীন্দ্র সরোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, তৃণমূল সাংসদের অভিযোগ যে, এই বিজেপি নেত্রী কালীঘাটে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার হুমকি দিয়েছেন। আর তাই সেই শ্রীরুপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তিনি।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকেন। আর সেইখানে সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দিয়েছেন বিজেপি নেত্রী। আমার মনে হয়েছে এটা মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত। তাই এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পুলিশ যাতে সঠিক তদন্ত করে তার দাবি জানিয়েছি।”

অন্যদিকে এই ব্যাপারে পাল্টা মুখ খুলে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “ওই বিজেপি নেত্রী কী বলেছেন সেটা আমি শুনিনি। তবে উনি যদি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে থাকেন সেটা মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানোর জন্য বলা হয়েছে বলে আমি মনে করি না। তৃনমূল কংগ্রেস রাজ্য জুড়ে যে সমস্ত অনাচার চালাচ্ছে তার বিরুদ্ধেই হয়ত সরব হওয়ার কথা বলতে চেয়েছেন ওই বিজেপি নেত্রী।”

সব মিলিয়ে এবার কালীঘাটে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চাওয়া বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চক্রান্তের জন্য থানায় মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!