এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় স্বস্তি মিললো বিজেপি নেতা মুকুল রায়ের, জেনে নিন বিস্তারিত

বড়সড় স্বস্তি মিললো বিজেপি নেতা মুকুল রায়ের, জেনে নিন বিস্তারিত


তৃণমূল বিধায়ক খুন হয়েছেন সরস্বতী পুজোর দিন। আর তার পরেই শাসকদলের ইটা নেত্রীরা নাম করে মুকুল রায়ের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। তাদের মতে খুন হওয়া তৃণমূল নেতা সত্যজিত্‍ বিশ্বাসের সঙ্গে মাতুয়াদের ভালো যোগ ছিল। আর তাঁর জন্যই বিজেপি তথা মুকুল রায় মাতুয়াদেরকে বিজেপির দিকে টানতে পারেননি ,যে কারণে তাঁকে ষড়যন্ত্র করে খুন করেছেন মুকুল রায়।

এদিন আদালতে এই নিয়ে মামলা ছিল। সেই মামলায় মুকুল রায়কে বড়সড় স্বস্তি দিয়ে আদালত জানিয়েছে যে ,নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূলের বিধায়ক সত্যজিত্‍ বিশ্বাসের খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ নিতে পারবে না। এমনকি গ্রেফতারও করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মুকুল রায়ের আগাম জামিনের মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি মনোজিত মন্ডলের ডিভিশন বেঞ্চ।তবে মুকুল রায়কে তদন্তে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাথে আদালত জানিয়ে দিয়েছে যে, যদি তদন্তে মুকুল রায় অসহযোগিতা করেন তাহলেতা আদালতকে জানাতে হবে।

তবে এদিন আদালত জানিয়েছে যে, মুকুল রায় তদন্ত চলাকালীন রাজ্যের বাইরে যেতে পারবেন না। সাথেই তাঁর নদিয়াতে যাওয়াতেও বিধি নিষেধ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৫ ই মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তীকালন নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। সেদিনই এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তাই এখন খুশির খবর মুকুল অনুগামীদের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!