এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি বিধায়ক বলেই কি “হিট অ্যান্ড রান” কেসে পার পেয়ে যাচ্ছেন? তুমুল বিতর্কের মাঝে মুখ খুলল বিজেপি নেতৃত্ব

বিজেপি বিধায়ক বলেই কি “হিট অ্যান্ড রান” কেসে পার পেয়ে যাচ্ছেন? তুমুল বিতর্কের মাঝে মুখ খুলল বিজেপি নেতৃত্ব


বিজেপি বিধায়ক বলেই কি এবার কর্ণাটকের টুমকুর জেলার কুনিগাল শহরে গাড়িকে ধাক্কা মেরেও পুলিশের জালে ধরা পড়লেন না সেই কর্নাটকেরই বিজেপির সাধারণ সম্পাদক তথা চিকমাগালুরের বিধায়ক সিটি রবি? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সারা কর্নাটক জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, উদিপি মন্দিরে পুজো দিয়ে একটি পরিবার বেঙ্গালুরুতে ফিরে আসার সময় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বাইরে দুজন বেরিয়েছিলেন। আর সেই সময়ই সেইখান দিয়ে যাচ্ছিল বিজেপি বিধায়ক সিটি রবির গাড়ি।

অভিযোগ, বিজেপির বিধায়কের গাড়ি সোজা সেই দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারার পাশাপাশি বাইরে থাকা দুইজনকেও সজোরে ধাক্কা মারে। আর ঘটনাতেই সেই গাড়ির দুই জনের মৃত্যু হয়। এদিকে বিজেপি বিধায়কের বুকেও সামান্য চোট লাগলে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি বিধায়কের গাড়ি চালকের অবস্থা এখন কিছুটা হলেও স্থিতিশীল। জানা গেছে, পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেছে। এদিকে সজোরে গাড়ি চালিয়ে দুই ব্যক্তির সেই বিজেপি বিধায়কের গাড়ির দ্বারা মৃত্যু হলে এখনও পর্যন্ত সেই বিধায়ক গ্রেফতার না হওয়ায় সরব হয়েছে সেই মৃতের পরিবার।

তাদের দাবি, বিজেপি বিধায়ক রবি এবং তাঁর চালক এই ঘটনায় দায়ী হলেও কেন তাদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না! এদিকে অবস্থা বেগতিক দেখে অবশেষে মাঠে নামল বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, এদিন কর্নাটকের বিজেপির মিডিয়া আহ্বায়ক এস শান্তারামন বলেন, “পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই 279, 336 এবং 304 ভারতীয় দণ্ডবিধির মামলা প্রয়োগ করেছে। বিজেপি বিধায়কের চালক সুস্থ হলেই পুলিশ তাকে হেফাজতে নেবে।তবে যতক্ষণ না পর্যন্ত ওই দুই ব্যাক্তির মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণ ঘটনাস্থলেই ছিলেন বিজেপি বিধায়ক। পুলিশ অনুমতি দেওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। বিজেপি বিধায়ক গাড়ি চালাচ্ছেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!