এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্ষমতায় এলে সবার আগে বন্ধ হবে সন্ত্রাস-দাবি বিজেপি নেতার

ক্ষমতায় এলে সবার আগে বন্ধ হবে সন্ত্রাস-দাবি বিজেপি নেতার


সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে রাজ্যে দ্বিতীয় স্থানে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে বিজেপি। এমনকী জঙ্গলমহলের জেলাগুলিতে শাসকদল তৃনমূলকে অনেকটাই পেছনে ফেলে সামনের সিরিতে উঠে এসেছে গেরুয়া শিবির। আর এতেই বাড়তি অক্সিজেন পেতে শুরু করেছেন রাজ্য বিজেপির নেতারা। পঞ্চায়েত নির্বিচনের পর রাজ্যে বিজেপির তিন কর্মীকে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পুরুলিয়ার বলরামপুরে বিজেপি ভালো ফল করাতেই তাঁদের কর্মীদের খুন করছে তৃনমূল এমনই অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিতে বলরামপুরে ধর্নায়ও বসেছে গেরুয়া শিবির।রবিবার সেই ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ” বাংলার শাসনক্ষমতা বিজেপির হাতে আসলে কখনই এধরনের খুনের ঘটনা ঘটবে না।” এরাজ্যেই কেন এত রাজনৈতিক খুন! সেই প্রসঙ্গ টেনে তৃনমূলকে কটাক্ষ করে এই বিজেপি নেতা বলেন, ” দেশের অনেক জায়গায় নির্বাচন হয়েছে গত কয়েক মাসে। অনেক রাজ্যেই বিজেপি শাসন করছে। সেই সকল জায়গায় বিজেপি প্রার্থী হেরেও গিয়েছে কিন্তু কোথাও কোনো সন্ত্রাস হয়নি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গেরুয়াশশিবিরের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষনার পর যেভাবে তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলাকে বিরোধীশূন্য করার ডাক দিয়েছেন আর তার পরেই একের পর এক যেভাবে তাঁদের কর্মী খুন হচ্ছে তাতে এর পেছনে তৃনমূলেরই হাত রয়েছে। এদিন তৃনমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ” যে খুন করে সে তো দোষী। আর যে খুন করায় সে আরও বড় অপরাধী। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলব না।”
রবিবারে পুরুলিয়ার বলরামপুরের বিজেপির এই ধর্না মঞ্চে জয় ব্যানার্জী ছাড়াও ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। বিজেপি সূত্রের খবর, সোমবার এই ধর্না মঞ্চে উপস্থিত হবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!