এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলাশাসকের দফতরে ছুরি মারা হলো বিজেপির হেভিওয়েট নেতাকে

জেলাশাসকের দফতরে ছুরি মারা হলো বিজেপির হেভিওয়েট নেতাকে

বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে ছুরি মারা হল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এদিন সকালে সিউড়িতে জেলাশাসকের দফতরে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বীরভূম জেলা বিজেপি কর্মী-সমর্থকরা জমা হন। তাদের অভিযোগ ছিল জেলার বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে তাদের প্রার্থীকে আক্রমণ চালাচ্ছে শাসকদল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ সেখানেই হঠাত্‍ অস্ত্র নিয়ে কালোসোনাবাবুর উপর চড়াও হয় শেখ শেরু নামে তৃণমূলের এক কর্মী। পিছন থেকে কোপ বসায় কালোসোনাবাবুর গায়ে। গুরুতর আঘাত লাগে কোমরের নিচে।পরে যান তিনি। তাঁকে আহত অবস্থায় সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে এই নিয়ে পুলিশ সুপারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখতে থেকেন বিজেপি কর্মীরা। এই নিয়ে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানান, সন্ত্রাসের কথা জানাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁদের নেতা।এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে। এদিকে তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে কাউকে ছুরি মারা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!