এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯-এ লড়াই একের বিরুদ্ধে এক – কি হবে ফলাফল? আগাম জানালেন হেভিওয়েট গেরুয়া নেতা

২০১৯-এ লড়াই একের বিরুদ্ধে এক – কি হবে ফলাফল? আগাম জানালেন হেভিওয়েট গেরুয়া নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে এবার সরব হলেন বিজেপি দলের নেতা তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এদিন তিনি জানালেন , প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব বিরোধী দল গুলি জোট গঠনের কথা ভাবছেন তারা আসলেই হতাশগ্রস্ত। প্রসঙ্গত, ২০১৪ সালে ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে ব্যাপক জন সমর্থন পেয়ে সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে কেন্দ্রের সরকার গঠন করেছিলো বিজেপি দল যার নেপথ্যে ছিলেন নরেন্দ্র মোদী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

গত চার বছরে দেশের অনেক কটি রাজ্যেই বিজেপি দল সেখানকার বিধানসভা গুলিতে জয়লাভ করে রাজ্য শাসনের দায়িত্ব নিয়েছে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিজেপির শাসনকালে দিনে দিনে যেদিকে যাচ্ছে তাতে করে বিজেপি শিবিরকে পরাস্ত করতে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি বিজেপি বিরোধী   ফেডারেল ফ্রন্ট গঠনের কথা ভাবতে শুরু করেছে। আর এই ফ্রন্ট গঠনের ভাবনা সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুয়ারী , একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে। যে রাজ্যে যে রাজনৈতিক শক্তিশালী সেখানে তাদের কে বেশি সুযোগ দিতে হবে। এই উপায়েই বিজেপি দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করা সম্ভব। জোটের পক্ষে আস্থা জানিয়েছে জাতীয় কংগ্রেস দলও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন বিজেপি দলকে বিপর্যস্ত করে কেন্দ্রে বিরোধী দলের সাফল্য এলে কংগ্রেস দল প্রয়োজনে প্রধানমন্ত্রী পদের দাবিও ছেড়ে দেবেন। তবে গেরুয়া শিবির  এই বিরোধী জোটকে বিশেষ প্রাধাণ্য দিতে নারাজ।

এই কথা দলের একাধিক নেতা একাধিক বার জানিয়েছেন। এবারেও একই সুরে নিজের প্রতিক্রিয়া জানিয়ে  বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বললেন, “মোদীর সামনে কোনও ফ্রন্ট দাঁড়াতে পারবে না।” পাশাপাশি তিনি বিরোধীদের উদ্যোগকে কটুক্তি করে বললেন, “ফেডারেল ফ্রন্ট একটা হতাশার প্রতীক। মানুষের ভোট পাবে না বুঝেই সবাই জোট গঠন করেছে।” উল্লেখ্য জম্মু-কাশ্মীরের উধমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জিতেন্দ্র সিং। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীরের বিজেপির মুখপাত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!