কারা ছাড়ছেন তৃণমূল? ২০২১ পর্যন্ত টিকবে না রাজ্য সরকার? সামনে এল বড় দাবি কলকাতা বিশেষ খবর রাজ্য March 26, 2019 তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে মুকুল রায় জানিয়েছিলেন – রাজ্যের শাসকদলে দমবন্ধকর পরিস্থিতি, সেখানে নাকি রাজনীতি করারই সুযোগ নেই! আর, তাই নাকি তিনি দল ছেড়েছেন এবং আগামী দিনে তাঁর দেখানো পথে বহু নেতাই তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন! তৃণমূল কংগ্রেস যে সংগঠন নিয়ে এত গর্ব করে তা নাকি আদতে ‘উইয়ের ঢিপি’ – একটু নাড়া দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে। তাঁর সেই কথা শুনে তখন অনেক তৃণমূল কংগ্রেস সমর্থক তো বটেই, হেসে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও। কিন্তু, সময় যত এগিয়েছে দেখা গেছে মুকুল রায়ের কথায় ঠিক – একে একে তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন অনেক তৃণমূল কংগ্রেস নেতা ও তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শঙ্কুদেব পণ্ডা, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, নিশীথ প্রামানিক, ভারতী ঘোষ – সবাই মুকুল রায়ের হাত ধরে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর সেই তালিকায় শেষোক্ত সংযোজন ব্যারাকপুরের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ও দীর্ঘ ৩০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত অর্জুন সিং। যদিও এই দলবদলগুলিকে বিশেষ পাত্তা দিতে এখনও রাজি নয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ত্ব। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তাঁদের দাবি – এই দলবদলকারী নেতারা নাকি সুবিধাবাদী ও গদ্দার! দলে সুযোগ না পেয়ে বা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এঁরা সবাই দলবদল করেছেন। তবে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন এঁদের সঙ্গে নেই আগামীদিনে এঁদের রাজনৈতিক ভবিষ্যৎও অন্ধকারাচ্ছন্ন! কিন্তু, এর সম্পূর্ণ বিপরীত দাবি করে বসলেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া ও বিজেপির হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের টিকিট পাওয়া অর্জুন সিং। বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে কানাঘুঁষো শোনা যাচ্ছে যে, রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত নাকি দলবদল করে বিজেপিতে যোগদান করতে পারেন। সেই পরিপ্রেক্ষিতেই অর্জুনবাবু জানান, শুধু সব্যসাচীবাবুই নন, আরও নাকি অন্তত ১০০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলবদল করতে মুখিয়ে আছেন। তাঁদের তালিকায় নাকি মুকুলবাবুর কাছে আছে, নির্বাচন মিটে গেলেই এইসব বিধায়করা ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লেখাবেন। একই সঙ্গে প্রত্যয়ী অর্জুন সিং জানান, লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল বলে কিছু থাকবে না, থাকবে না তৃণমূল সরকারও। সব উল্টে যাবে, ২০২১-এর আগেই রাজ্যে পরিবর্তন আসবে। সেদিকেই এগিয়ে চলেছে রাজ্য, এবার লোকসভা ভোট থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে। তিনি আরও বলেন, দল ক্ষমতায় আসার পরই ভোলবদল করল, প্রকৃত কর্মীদেরই দূরে সরিয়ে দিল। কয়েকজন নেতা দলকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। শুধু লোকসভা ভোটের ফলাফলটা বের হতে দিন, তারপরই দেখবেন চমক। ২৩ মে-র পর অন্তত ১০০ বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। আপনার মতামত জানান -