এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আতঙ্কের নাম পুরুলিয়া! আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ খুনের

আতঙ্কের নাম পুরুলিয়া! আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ খুনের


পঞ্চায়েত ভোট পরবর্তীকালে বিজেপি-কর্মীদের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া। আজ সকালে আবার এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। বিজেপি শিবিরের দাবি, পুরুলিয়ার বলপামপুরের ডাভা গ্রামের ভারতীয় জনতা পার্টির একজন ওবিসি সম্প্রদায়ের কার্যকর্তা ৩২ বছর বয়সী দুলাল কুমারকে অপহরন করে খুন করা হয়েছে। পুরুলিয়ায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ও বিজেপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করানোর অভিযোগে গতকাল পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর নেতৃত্ত্বে বিজেপির একটি প্রতিনিধি দল পুরুলিয়া পুলিশ সুপারকে ডেপুটেশন দিতে যায়। সেই দলের অন্যতম সদস্য ছিলেন দুলালবাবু।

কাল দুপুরে ডেপুটেশন দিয়ে ফেরার পরে বাড়ীতে খাওয়া দাওয়া করার পরে বাবাকে ভুসিমালের দোকানে ছেড়ে বাড়ী ফেরার পরে মাঠের দিকে বেড়াতে গিয়ে আর বাড়ী ফেরেননি নি তিনি। আজ সকালবেলা ইলেকট্রিক খুঁটিতে তাঁর ঝুলন্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। এরপরেই গেরুয়া শিবিরের দাবি তৃনমুলের দুষ্কৃতিদের হাতে খুন হতে হয়েছে দুলালবাবুকে। স্থানীয় সূত্রের খবর, বলরামপুরের বিজেপি কর্মী ছিলেন দুলাল কুমার, বাবার নাম মহাবীর কুমার, গ্রাম ডাভা, অঞ্চল গেরুয়া। স্বাভাবিকভাবে এইভাবে নৃশংসভাবে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ আবিষ্কৃত হওয়ায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি করার ‘অপরাধে’ ১৮ বছর বয়সী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় পুরুলিয়ায়, সঙ্গে মেলে হুমকি চিঠি। আর তারপরে এইভাবে দুলালবাবুর মৃতদেহ আবিষ্কৃত হওয়ায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা রীতিমত আতঙ্কিত বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!