এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের শহীদ দিবসের সভা কি ভাবে ভরবে? বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

তৃণমূলের শহীদ দিবসের সভা কি ভাবে ভরবে? বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

রাত পোহালেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ – ২১ শে জুলাই, শহীদ দিবসের সমাবেশ। লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভরাডুবির পর, এই প্রথম তৃণমূলের এত বড় সমাবেশ। ফলে, সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। তবে, তৃণমূল নেত্রীর বার্তার পাশাপাশি আগামীকালের সমাবেশের আরেকটি দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।

সেটি হল, কালকের সমাবেশে তৃণমূল কংগ্রেস সমর্থকরা কতটা সভাস্থল ভরাতে পারেন। কেননা, শহীদ দিবসের সভাস্থল ভরাতেন উত্তরবঙ্গের বিপুল মানুষ। কিন্তু, লোকসভা নির্বাচনে দেখা গেছে, গোটা উত্তরবঙ্গ জুড়েই কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে তৃণমূল। আর তাই উত্তরবঙ্গ থেকে সমাবেশে লোক আসার ক্ষেত্রে ভাটার টান থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু, লোকসভায় ভরাডুবির পর, ২১ শে জুলাইও যদি ‘ফ্লপ শো’ হয়, তা রীতিমত চিন্তা বাড়াবে শাসক শিবিরের বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে তৃণমূলের কালকের সভার ভিড় নিয়ে রীতিমত বিস্ফোরক অভিযোগ করলেন হেভিওয়েট বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বিস্ফোরকভাবে দাবি করেন, তৃণমূল কংগ্রেসের বর্তমান ‘পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোরকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সভাস্থল ভরানোর। কিন্তু, ভিনরাজ্যে অধিবাসী প্রশান্ত কিশোর কিভাবে তৃণমূলের সভা ভরাবেন?

তার ব্যাখ্যা দিতে গিয়ে জয়প্রকাশবাবু জানিয়েছেন, প্রশান্ত কিশোরকে নাকি তৃণমূল দায়িত্ব দিয়েছে বিহার থেকে লোক এনে সভাস্থল ভরানোর। তিনি জানিয়েছেন, তৃণমূল জানে উত্তরবঙ্গ বিজেপির দখলে যাওয়ায় সেখান থেকে কমলোক আসবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রশান্ত কিশোরকে বিহার থেকে লোক আনার কথা বলেছেন। আসলে তৃণমূলের শহিদ দিবস এখন শহিদ উত্‍সব – এটা এখন জলসা হয়ে গেছে।

একই সঙ্গে বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২১ শে জুলাইয়ের ঘটনায় দোষীরা বিচার পাবে। আটবছর ক্ষমতায় থাকার পরেই তাঁর গড়া কমিশনের রিপোর্ট কোথায়? ফলে, শহীদ দিবসের আগের সন্ধ্যাতেই যে তৃণমূল শিবিরের উপর রীতিমত চাপ তৈরিতে ময়দানে নেমে পড়ল গেরুয়া শিবির, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!