উলটপুরাণ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিলা সভানেত্রী সহ অনুগামীরা কলকাতা রাজ্য March 18, 2019 তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন দলের হেভিওয়েট নেতা নেত্রীরা। বিজেপির দাবি এমন আরো লোক আসবেন।তৃণমূল দলটাই নাকি থাকবে না। কিন্তু এদিকে অন্যের ঘর ভাঙা বিজেপির নিজের ঘর ভাঙলো এদিন। জানা যাচ্ছে যে, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির মহিলা সভানেত্রী পাপুন দাস যোগদান করলেন তৃণমূলে।শুধু তাই নয় তাঁর সাথে সাথেই বিজেপির প্রায় ৭০-৭৫ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগ দেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, তৃণমূল সাংসদ প্রার্থী দশরথ তিরকে কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে বলেছিলেন, “কুমারগ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মী ও নেতৃবৃন্দ তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কুমারগ্রামে বিজেপির দাপাদাপি আর থাকবে না। রিকভারি হয়ে যাবে। দু’এক দিনের মধ্যেই বিজেপির পঞ্চায়েত সহ অন্যারা দলে যোগ দেবেন।” সাথেই তিনি জানান যে, “নেত্রীর উন্নয়ন দেখে তাঁরা তৃণমূলে আসছেন।” এদিকে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের পঞ্চায়েত সমিতির দখল নেয় গেরুয়া শিবির। ৩২ টি আসনের মধ্যে ১৭ টি আসন পায় তারা।আর এদিকে তৃণমূল দখল করে ১৫ টি আসন। কিন্তু বিজেপির তিন সদস্য পরে আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিকে জেলা পরিষদের আসনটির দখলও নেয় বিজেপি। ফলে এই যোগদানে প্রভাব পড়বে বলেই মত রাজনৈতিকমহলের। আপনার মতামত জানান -