এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনেও স্কুলগুলোর ফি বৃদ্ধির প্রতিবাদে লকেট-সায়ন্তনের প্রতিবাদে উত্তাল বিকাশ ভবন চত্বর

লকডাউনেও স্কুলগুলোর ফি বৃদ্ধির প্রতিবাদে লকেট-সায়ন্তনের প্রতিবাদে উত্তাল বিকাশ ভবন চত্বর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা থেকে ভয়াবহ দূর্যোগ আমপান, এই সমস্ত ইস্যুতে দুর্বলতা চোখে পড়লেই রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। লকডাউন কিছুটা শিথিল হওয়ায় এখন ধীরে ধীরে ময়দানে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সমস্ত রাজনৈতিক দলের কাছে প্রধান ইস্যু দুর্যোগ এবং করোনা। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়ে বিরোধীদের হাতে চলে এল নতুন ইস্যু।

জানা গেছে, লকডাউন সময় বেসরকারি স্কুলগুলোতে বাড়তি ফি কোনোভাবেই নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বেশি পরিমাণে ফিস নেওয়ার। আর এতেই বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আর এই ঘটনাকে ইস্যু করেই এবার ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ অন্যান্যরা। আর সেখানেই 5 দফা দাবি নিয়ে শিক্ষা দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফ থেকে। তবে বিজেপির এই কর্মসূচি পূর্ব ঘোষিত হলেও, এদিন এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

তবে হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বেসরকারি স্কুলগুলো কেন এভাবে ফি নিচ্ছে, সেই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিজেপির নেতা নেত্রীদের‌। বিজেপি নেতারা এদিন রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে যদি রাজ্যের স্কুলগুলোতে বাড়তি ফি মুকুব না হয়, তাহলে তাদের এই আন্দোলন জারি থাকবে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এমনিতেই সরকারের বিরুদ্ধে ময়দানে নেমে তৃণমূলের ঘুম উড়িয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

ভয়াবহ দুর্যোগ আমপান থেকে শুরু করে করোনা, নানা বিষয়ে তাদের হাতে এখন তৃণমূল বিরোধী নানা অস্ত্র রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই অস্ত্রগুলোকে কাজে লাগাতে শুরু করেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশ যে সমস্ত বেসরকারি স্কুলগুলো মানছে না, তাদের বিরুদ্ধে সরব হয়ে ফের রাজ্য সরকারের অস্বস্তিই বাড়িয়ে দিতে চলেছে পদ্ম শিবির বলে মত ওয়াকিবহাল মহলের।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হঠিয়ে রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালাবে বিজেপি। ফলে যত দিন যাবে, রাজ্যের শাসকদলের উপর ততই চাপ বাড়াবে গেরুয়া শিবির। তবে বিজেপির পক্ষ থেকে অন্যান্য বিষয়ে সরব হওয়ার পর যেমন রাজ্যের শাসক দল বিজেপির সেই অভিযোগ খণ্ডন করে, ঠিক তেমনই এই বিষয়ে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!