এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল , ভবিষ্যৎবাণী করলেন বিজেপি নেতা মুকুল রায়

বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল , ভবিষ্যৎবাণী করলেন বিজেপি নেতা মুকুল রায়


তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই “তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে” বলে জানিয়ে দিয়েছিলেন মুকুল রায়। আর যেমন কথা ঠিক তেমনি কাজ। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে 42 টির মধ্যে 18 টি আসন নিজেদের দখলে 22 টি আসন পাওয়া তৃনমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। তবে লোকসভার পর বিজেপির টার্গেট এখন আগামী 2021 এর বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে ইতিমধ্যেই সংগঠনকে ঢেলে সাজাতে শুরু করেছে তারা। যার অঙ্গ হিসেবে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে বিজেপি।

সূত্রের খবর, এদিন রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করেন বিজেপি নেতারা। যেখানে কল্যাণীর টাউন ক্লাব হলে উপস্থিত থেকে এই সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন বিজেপি নেতা মুকুল রায়। আর এই অনুষ্ঠান থেকে ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন বঙ্গের এই হেভিওয়েট বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিগত সিঙ্গুর আন্দোলনের কথা তুলে ধরে টাটাকে আসতে না দেওয়াটা “হিমালয়ের ব্লান্ডার” ছিল বলে উল্লেখ করেন মুকুল রায়। পাশাপাশি তার আরও অভিযোগ, “রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক ব্যবস্থাকে কেড়ে নিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন তিনি। এরপর তৃণমূল আর কিছুতেই ঘুরে দাড়াতে পারবে না। ওরা বিরল উপজাতিতে পরিণত হবে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 30 টার বেশি আসন পাবে না।”

বিশেষজ্ঞদের মতে, একসময় তৃণমূলের ভোটব্যাংককে শক্ত করেছিলেন এই মুকুল রায়। ফলে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর তৃণমূলের অনেকেরই ঘুম উড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসাকেই পাখির চোখ করে এবার সদস্য সংগ্রহ অভিযান থেকে তৃণমূল 30 টার বেশি আসন পাবে না বলে রাজ্যের শাসকদলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাক্তন সৈনিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!