গোরক্ষার নামে খুনের দায়ে বিজেপি নেতা সহ ১১ জনের দৃষ্টান্তমূলক শাস্তি জাতীয় March 22, 2018 গো- মাংস বিক্রেতাকে পিটিয়ে খুনের মামলায় দৃঢ় এক বিজেপি নেতা সহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডনদের নির্দেশ দিলো ঝাড়খন্ড সরকার। গত বছর জুন মাসে রাঁচিতে আলিমুদ্দিন ওরফে আসগর আনসারী নামক এক গো- মাংস বিক্রেতাকে পিটিয়ে খুন এবং তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই ১২ জনের বিরুদ্ধে। আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে নানা অভিযোগের সম্মুখীন হয়ে পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে পুলিশ সূত্রের খবর। এদিন ওই বিজেপি নেতা সহ ১১ জনকে ঝাড়খন্ড আদালত দোষী সাব্যস্ত করে। ১১ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়। এই খুন পূর্বপরিকল্পিত বলে চার্জশিট পেশ করে পুলিশ। এদিন ৩ জনের বিরুদ্ধে ১২ বি ধারায় ষড়যন্তের মামলা দায়ের করা হয় বলে আদালত সূত্রের খবর। আপনার মতামত জানান -