এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীকে ‘বোরখায়’ মুখ ঢাকার পরামর্শ দিলেন বিজেপি নেতা

মুখ্যমন্ত্রীকে ‘বোরখায়’ মুখ ঢাকার পরামর্শ দিলেন বিজেপি নেতা

মুখ্যমন্ত্রীকে ‘বোরখায়’ মুখ ঢাকার পরামর্শ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিচ্ছিন্ন ভাবে কয়েকটি জায়গায় বিরোধী শিবিরের মনোনয়নপত্র পেশ করতে না পারার ঘটনায় বিরক্ত বিজেপি কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রীর তীরব্র সমালোচনা করলেন এদিন। রাহুল বাবু বললেন, ” আরও একবার রাজ্যে কলঙ্কিত হল গণতন্ত্র। ভোটের আগেই বহু গ্রাম পঞ্চায়েত, সমিতি, এমনকী জেলা পরিষদও বিনাযুদ্ধে জিতে গেল শাসক দল। ভোটের আগেই ভোটের ফল প্রকাশ হয়ে গেল। এক নগ্ন ইতিহাস রচিত হল বাংলায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাংলার বুকে এদিনটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে রয়ে যাবে। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বোরখায় মুখ ঢেকে রাখা। তার কারণ, যে নগ্ন ইতিহাস লেখা হল, তারপর তাঁর আর মুখ দেখানো উচিত নয়। বাংলায় জনগণ ভোট দিতে পারল না। পেশী শক্তির প্রয়োগ করে ভোটদানের আগেই জয়ী হয়ে গেল তৃণমূল। এই জয় বোমা-বারুদের জয়, গোলা-বন্দুকের জয়। আসলে এটা জয় নয়, এটা তৃণমূলের বিনাশের সূত্রপাত। সেটা শুরু হল এই পঞ্চায়েত নির্বাচন পর্ব থেকেই।তৃণমূল দেখাল, রাজ্যে বামফ্রন্ট আমলের থেকেও খারাপ সময় চলছে। বাম আমলে তবু বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারতেন। কিন্তু তৃণমূলের আমলে মনোনয়নই দিতে দেওয়া হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাচ্ছে শাসক দল। তাহলে আর ভোটের কী মূল্য রইল। কী লাভ এই প্রহসনের ভোট করে!” প্রসঙ্গত উল্লেখ্য আজ ৯ই এপ্রিল ছিলো নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার শেষ দিন। রাজ্যের অনেক জায়গায় সমীক্ষা করে দেখা গেছে অনেক অনুরোধ সত্বেও সাধারণ মানুষ বিজেপির প্রার্থী হতে সম্মতি জানাচ্ছেনা। এছাড়াও রাজ্যে দলীয় হিংসা হানাহানির কারণে মনোনয়নপত্র জমা কেন্দ্রে নানা অশান্তিজনক পরিস্থিতি তৈরী হয়েছে। যার জেরে পুলিশ প্রশাসন একপ্রকার নাজেহাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!