এখন পড়ছেন
হোম > জাতীয় > “দুর্নীতি প্রমাণিত হলে মুখ্যমন্ত্রীও ছাড় পাবেন না” বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

“দুর্নীতি প্রমাণিত হলে মুখ্যমন্ত্রীও ছাড় পাবেন না” বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক


ঘাসফুল বনাম পদ্মের লড়াইয়ে এবার তৃণমূলের ‘যুবরাজ’ এর দিকে পাল্টা তোপ দাগলেন বিজেপির যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি ইনতাজ আহমেদ। ঝাড়গ্রাম শহরের দহিজুরি মোড়ে মহামিছিল ও পথসভায় অংশগ্রহণ করে তিনি বলেন ‘কেন্দ্রের একাধিক সংস্থা ও রাজ্যের শাসকদলের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত চলছে। দুর্নীতি প্রমাণিত হলে মুখ্যমন্ত্রীও ছাড় পাবেন না ।” তার দাবি “তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতিতে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠছে। এই সরকারের প্রতি আস্থা হারিয়েছেন। আগামীদিনে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।তাই ভয় পেয়ে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলে রাখার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের নেতারা।”২০১৯ এর লোকসভা ভোটে “পরিবর্তনের পরিবর্তন” কে লক্ষ্য করে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে।প্রসঙ্গত,শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন,”সিবিআই,ইডি ও ইনকাম ট্যাক্সের আধিকারিকদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তাতে আদতে কোনও লাভ হবে না ।” যুব তৃণমূলের সভাপতির এই মন্তব্যের পাল্টা উত্তরে ইনতাজ বলেন”রাজ্যের সবার বিরুদ্ধে তদন্ত চলছে।প্রমান থাকলে মুখ্যমন্ত্রীও ছাড় পাবেন না ।” এই দিন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার, রাজ্য সম্পাদক ধ্রুব সাহা। রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা পর্যবেক্ষক অনিল সিং।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!