“ক্ষমতায় এলে সবাইকে বুঝে নেব ” হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজ্য March 12, 2018 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচী তে তৃণমূল বিজেপির সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আর হুঁশিয়ারি দিয়ে বললেন যে একদিন বিজেপি ক্ষমতায় আসবে, সেদিন আমরা সবাইকে বুঝে নেব। এদিন সেই নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ করতে গিয়ে রাজ্যের অনেক জায়গায় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। শ্রীরামপুরের জেলা সভাপতিকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “যে সকল রাজনৈতিক কর্মীরা আমাদের মারল। আর যে সব পুলিশ তাদের সাহায্য করল। সবার নাম আমাদের গেরুয়া ডায়েরিতে নথিভুক্ত করা থাকল।আমার স্থির বিশ্বাস রাজ্যে একদিন বিজেপি ক্ষমতায় আসবেই। আর সেদিন আমরা সবাইকে বুঝে নেব।”প্রসঙ্গত বিজেপির ত্রিপুরা জয়ের পর মূর্তি বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। লেনিনের মূর্তি ,শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি,নেতাজির মূর্তি,গান্ধীজির মূর্তি ,একের পর এক কান্ড ঘটছে। এদিন কোলকাতাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালী মাখিয়ে ভাঙচুর করে একদল।তারা নিজেদের যাদবপুরের ছাত্র ছাত্রী বলেও দাবি করে। তারপর ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচী নেয় বিজেপি-র বঙ্গ ব্রিগেড।আর সেখানেই তুমুল সংঘর্ষ হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। বিজেপির অভিযোগ পুলিশ নীরব দর্শক হয়ে থেকেছে আর তৃণমূল আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। আপনার মতামত জানান -