এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রভাবশালী বিধায়কের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে ফোনে যোগাযোগ প্রকাশ্যেই জানালেন হেভিওয়েট নেতা

প্রভাবশালী বিধায়কের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে ফোনে যোগাযোগ প্রকাশ্যেই জানালেন হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর সব থেকে বেশি যাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীববাবুর পর একের পর এক হাওড়া জেলার হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধিদের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে সম্প্রতি মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করার সাথে সাথেই বহিষ্কার করা হয় বালির বিধায়ক বৈশালী ডালমিয়া।

যে ঘটনার পর দলের এই পদক্ষেপকে কার্যত দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বৈশালীদেবীর সঙ্গে তৃণমূলের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, এখনও পর্যন্ত তৃণমূলের বিধায়ক রাজীববাবু। আর এই পরিস্থিতিতে তিনি পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করেন, তার দিকে নজর রয়েছে সকলেরই। একপক্ষ প্রায় নিশ্চিত যে, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বৈশালী ডালমিয়া এবার বিজেপিতে যোগদান করবেন।

কিন্তু তাদের মুখ থেকে এখনও পর্যন্ত সেরকম কিছু শোনা যায়নি। আর এই অবস্থায় জল্পনা বাড়িয়ে দিয়ে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়াকে বিজেপিতে স্বাগত জানালেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সায়ন্তন বসু। সূত্রের খবর, শনিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় একটি চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আর সেখানেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়াকে নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সায়ন্তন বসু বলেন, “সদ্য মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত। তিনি বিজেপিতে যোগদান করলে আমাদের দল আরও শক্তিশালী হবে।” অন্যদিকে বৈশালী ডালমিয়ার সঙ্গে তার ফোনে আলোচনা হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন এই বিজেপি নেতা। সায়ন্তন বসু বলেন, “সদ্য বহিষ্কৃত তৃণমূলের বৈশালী ডালমিয়ার সাথে আমার ফোনে আলোচনা হয়েছে এবং তাকে আমি সরাসরি বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তাহলে কি খেলা শেষের মুখে? এর আগেও শুভেন্দু অধিকারী সহ তৎকালীন একাধিক তৃণমূল নেতা যখন দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন, তখন বিজেপি নেতাদের মন্তব্যে বাড়তে শুরু করেছিল জল্পনা। তারা সেভাবে তৎকালীন তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের খবর রয়েছে বলে দাবি না করলেও, জল্পনাকে বাড়াতে শুরু করেছিলেন। আর তারপর দেখা গিয়েছিল, যে যে তৃণমূল নেতাকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে, তারা সকলেই যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে।

আর এই পরিস্থিতিতে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়াকে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে, তখন তাদের সম্পর্কে সায়ন্তন বসুর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এখন সায়ন্তনবাবু যেভাবে প্রকাশ্যে বহিস্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া এবং মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন, তাতে এই দুই নেতা নেত্রী কি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!