এখন পড়ছেন
হোম > জাতীয় > দলীয় দপ্তরেই স্ত্রীকে চড় বিজেপি নেতার! তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

দলীয় দপ্তরেই স্ত্রীকে চড় বিজেপি নেতার! তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির


সারাদেশে এখন পর পর নির্বাচন। নির্বাচন নিয়ে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করতে মেতে আছে বিজেপি। একের পর এক বৈঠক চলছে। পরবর্তী লক্ষ্য ঠিক হচ্ছে। ঠিক এই সময় বিজেপি শিবির এক অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হল। ঘটনাটি ঘটেছে আজাদ সিং ও তার স্ত্রী সরিতা সিং এর মধ্যে। দলীয় দপ্তরেই এই বিজেপি নেতা আজাদ সিং তার স্ত্রীকে সপাটে চড় মারেন বলে অভিযোগ।

বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার বিজেপি নেতা আজাদ সিং কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নির্বাচন সংক্রান্ত একটি বৈঠকে সামিল হতেই তাঁর যাওয়া। বৈঠক থেকে বেরিয়েই আজাদ সিং এর মুখোমুখি হন দক্ষিণ দিল্লির প্রাক্তন মেয়র তথা আজাদ সিং এর স্ত্রী সারিতা চৌধুরি। ওই স্থানেই দুজনে বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এবং তার পরেই বিজেপি নেতা তাঁর স্ত্রীকে আঘাত করে বসেন সপাটে গালে এক চড় কষিয়ে। এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে গেছে স্থানীয় বিজেপি কার্যালয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনাটি একটি ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় একটি পাঁচিল ঘেরা জায়গায় একটি বাড়ির সামনে একটি মহিলা এবং একটি পুরুষ মুখোমুখি হয়ে বচসায় জড়িয়ে পড়ে। এবং পুরুষটি মহিলাটির গালে একটি সপাটে চড় কষায় এবং তারপরে আশেপাশে থাকা মানুষজন মহিলাটিকে সরিয়ে নিয়ে চলে যায়। যিনি ভিডিওটি করেছেন, তিনি দাবি করেছেন, এই মহিলা এবং পুরুষ টি যথাক্রমে আজাদ সিং ও তার স্ত্রী সরিতা সিং। ভিডিওটি তোলার পরক্ষণেই সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং সেটি ভাইরাল হয়ে যায়। প্রচুর শেয়ারও হয় ভিডিওটি।

দিল্লি বিজেপি সদর দপ্তরে এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই ঘটনাটির তদন্ত শুরু করেছেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ বাজপেয়ী। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে দিল্লি মেহেরাউলি জেলার কার্যকরী সভাপতি কে অবিলম্বে বহিষ্কার করে দেওয়া হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এক কথায় নস্যাৎ করে দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা। তিনি দাবি করেছেন, ঘটনাটি তাঁর স্ত্রীর কারণেই ঘটেছে। কারণ, তাঁর স্ত্রী এসে প্রথমে তাঁকে হেনস্থা করা শুরু করে। হেনস্থা থেকে বাঁচতেই তিনি স্ত্রীকে সামান্য ধাক্কা দিয়েছিলেন। এর বেশি কিছুই ঘটেনি। তাই যা ঘটছে সেটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে।

এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি কোনো পক্ষই। তাই পুলিশের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুরু হয়নি কোনোরকম তদন্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাক্তন মেয়র সরিতা সিংয়ের কোন বক্তব্য বা মতামত পাওয়া যায়নি। বিজেপি শিবির যেখানে রাজনৈতিক প্রেক্ষাপটকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়, সেখানে দলীয় অফিসের অন্দরেই এই ধরনের ঘটনা বিজেপি দলকে সামান্য হলেও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!