এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘১৯শে হাফ – ২১শে সাফ’ তৃনমুকে কটাক্ষ কেন্দ্রীয় বিজেপি নেতার

‘১৯শে হাফ – ২১শে সাফ’ তৃনমুকে কটাক্ষ কেন্দ্রীয় বিজেপি নেতার


মমতার বাংলাকে এবার টার্গেট করে নিজেদের সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়েছে মোদী শাহ জুটি। আর তাই বার বার রাজ্যে এসে সভা করছেন প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সঙ্গে রাজ্যে আসছেন কেন্দ্র তথা অন্যায় রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। বাংলা থেকে বেশি আসন জেতানোর লক্ষে বাড়তি দ্বায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা জয়ের কারিগর সুনীল দেওধরকে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধর এদিন বাংলায় এসেছেন প্রচারের কাজে। আর এসেই তিনি বোমা ফাটালেন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে।

এদিন তিনি দাবি করেন যে, শেষ দফার ৯টি আসনের মধ্যে ৬টিতেই জয় পাবেন পদ্ম প্রার্থীরা। ‘১৯শে হাফ – ২১শে সাফ’ বলেও দাবি করেন তিনি। যার ফলে বিজেপি কর্মী সমর্থকরা শেষ দফা ভোটের আগে বাড়তি একটু অক্সিজেন পেলো বলেই মত রাজনৈতিকমহলের।

এদিন ওই সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ”বাংলা থেকে এবার বিজেপি পাবে ২৭ থেকে ৩০টি আসন।” সাথেই তিনি দাবি করেন যে, ”২০২১-এর বিধানসভায় তৃণমূল উবে যাবে।” পাশাপাশি তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমোকেই আগাম ধন্যবাদ জানিয়ে তিনি দাবি করেন যে বাংলায় বিজেপিকে আনার জন্য বড় অবদান রয়েছে মুখ্যমন্ত্রীর। কেননা তাঁর মতে, ”একদিকে মমতার মুসলিম তোষণ, অন্যদিকে মোদীজীর ‘সব-কা সাথ সব-কা বিকাশ’ মানুষকে তৃণমূলের থেকে মুখ ফেরাতে বাধ্য করেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দাবি করেন যে, ” ছয়-দফা ভোটের পর বলাই যায় বিজেপির আসন বাড়ছেই। রাজ্যের প্রায় ষাট শতাংশ আসনই পাব আমরা।” সাথেই তাঁর নতুন স্লোগান, ”১৯শে হাফ- ২১শে সাফ।”

এদিকে এই নিয়ে উল্লসিত বিজেপি কর্মী-সমর্থকেরা। তাদের দাবি আর বাংলায় তৃণমূল থাকছে না। যদিও তৃণমূলের দাবি বিজেপি কোথাও নেই আর আগের দফায় হয়ে যাওয়া ভোটে একটি আসনও পাবে না বিজেপি আর সেটা জেনেই বাকি আসনে যদি ১ বা ২ টো আসন পাওয়া যায় তার চেষ্টা করেই এই কথা বলছেন।

রাজনৈতিকমহলের মতে এর ফলে বিজেপি কর্মী-সমর্থকরা বাড়তি অক্সিজেন পেলো। যা ভোটের কাজে লাগতে পারে। তবে কি হবে ফলাফল তা কিন্তু বোঝা যাবে ২৩ সে মে এর পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!