এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে নেতা নির্বাচন হয় হাতে রক্তের দাগ আর তৃণমূলে কঠোর পরিশ্রম দেখে! মহুয়ার বিস্ফোরক তোপ

বিজেপিতে নেতা নির্বাচন হয় হাতে রক্তের দাগ আর তৃণমূলে কঠোর পরিশ্রম দেখে! মহুয়ার বিস্ফোরক তোপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যপাল ভার্সেস রাজ্য সরকারের সোশ্যাল মিডিয়ার যুদ্ধ নিয়ে রাজনৈতিক মহল বেশ সরগরম। এর আগে বহুবার এরকম লড়াই হয়েছে। তবে এবার রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রীতিমত কড়া আক্রমণাত্মক সুরে তিনি রাজ্যপালকে বিঁধে চলেছেন। অন্যদিকে রাজ্যপালের টুইট যুদ্ধ ঘিরে এমনিতেই রাজ্য সরকার বেশ কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতের ওপর ভিত্তি করে।সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের টুইট যুদ্ধ শুরু হয় বেওয়ারিশ লাশ সৎকার নিয়ে।

সূত্রের খবর, গত শুক্রবার থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে ক্রমাগত টুইট করে চলেছেন রাজ্যপাল এই বিষয়ে। আর তার পরেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজ্যপালকে ‘পচা আপেল’ এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যপালের মন্তব্যকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বলে জানা যাচ্ছে। তবে মহুয়া মৈত্রর মন্তব্যের জবাবে রাজ্যপাল এবার পাল্টা তৃণমূলের নেতা-নেত্রীদের বন্দিদশা নিয়ে কটাক্ষ করেন এবং রাজ্যপালের সেই টুইট সামনে আসার পর আবারও মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন। রাজ্যপালকে আক্রমণ করার উদ্দেশ্যে তিনি একটি নতুন টুইট করলেন কটাক্ষের ধার বাড়িয়ে।

সূত্রের খবর, মহুয়া মৈত্র রাজ্যপালকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন এবং সেখানে তিনি তিনটি মন্তব্য পেশ করেছেন। প্রথমত মহুয়া মৈত্র বলেন, বিজেপি নেতাদের নির্বাচন হয় কার হাতে কতটা রক্তের ছাপ আছে তা দেখে। তৃণমূলে শুধুমাত্র কঠোর পরিশ্রম যাঁরা করে, তাঁদেরকে নির্বাচিত করা হয় জনপ্রতিনিধি হিসেবে। এর পরেই তিনি সরাসরি রাজ্যপালকে ঠুকে বলেন, রাজ্যপাল তাঁর আইনজীবী কেরিয়ারে মোটেই সফলতা লাভ করতে পারেননি। তাই তিনি যতদিন রাজভবনে রয়েছেন ততদিন যেন নিজের গরিমা বজায় রাখার চেষ্টা করেন। এবং তৃতীয়তঃ সরাসরি মহুয়া মৈত্র বলেন, রাজস্থান থেকে পরবর্তী নির্বাচনে রাজ্যপাল লড়াইতে নামতেই পারেন এবং তার জন্য নিজেকে ফিট রাখা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যপালও চুপ করে বসে নেই। তিনিও মহুয়া মৈত্র এর টুইটের পাল্টা টুইট করেন। তাঁর মন্তব্য অনুযায়ী, মহুয়া মৈত্র যেভাবে এক সময় রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সেগুলো একেকটি ঘাতক আঘাত ছিল। কারণ পরবর্তীকালে ত্রিস্তর পঞ্চায়েতে কিভাবে কাটমানি লেনদেন হয়, সে কথা প্রাণ করেছেন মহুয়া নিজেই। এমনকি তিনি মহুয়া মৈত্রকে সরাসরি আক্রমণ করে টুইট করেন, মহুয়া মৈত্র যেহেতু সবার সামনে পঞ্চায়েত দুর্নীতি নিয়ে এসেছেন তাই নিজেই তিনি এখন বেকায়দায় পড়েছেন। বর্তমানে দুর্নীতি সামনে এনে মুখ্যমন্ত্রীর অনুগ্রহ পেতে চাইছেন। আর সে কারণেই তিনি রাজ্যপালকে এভাবে আক্রমণ করলেন। এই প্রসঙ্গে রাজ্যপাল বর্তমান তৃণমূল নেতা নেত্রীদের বন্দীদশার কথা উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের পঞ্চায়েতগুলির বিরুদ্ধে অভিযোগ তোলেন, যে পঞ্চায়েতগুলি ঠিকঠাক কাজ করছে না এবং সেখানে ভালোমতন দুর্নীতি চলছে। এমনকি আমফান দুর্গতদের যে টাকা দেওয়া হচ্ছেনা সেকথাও ভিডিও বার্তায় উল্লেখ করেন। পঞ্চায়েতগুলি যে উন্নয়নের টাকাও সদ্ব্যবহার করতে পারছেন না সেকথাও মহুয়া মৈত্র বলতে ভোলেননি। এরপর মহুয়া মৈত্রর বিরুদ্ধেই নদীয়া জেলার কিছু তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রতিনিধিরা প্রকাশ্যে সমালোচনা করেন বলে জানা গেছে। এই মন্তব্যে দলের একাংশও অসন্তুষ্ট হয়েছিলেন বলে খবর।

অন্যদিকে আক্রমণের জবাবে রাজ্যপাল যেভাবে নতুন করে টুইট যুদ্ধে নেমেছেন, সেখানেও তিনি তৃণমূলের সম্মিলিত আক্রমণের মুখে পড়ছেন বলে দাবী করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজ্যপালের যে টুইট বেওয়ারিশ লাশ সৎকার নিয়ে, তার বিরুদ্ধে শনিবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফেই সরকারিভাবে টুইট করে গোটা বিষয়টি ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজ্য সরকারের দাবি, একান্ত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য এবং বিভ্রান্তিকর ভাবে প্রচার চালানো হচ্ছে। রাজ্য সরকার আরও বলে, পুরো ব্যাপারটি ব্যাখ্যা করে দেওয়া সত্ত্বেও সামগ্রিক পরিস্থিতিতে এই ব্যাপারটিকে ভুল ব্যাখ্যা করে সমাজের মনে বিরূপ প্রভাব ফেলার কাজ করে চলেছে বিরোধী গোষ্ঠীরা। আপাতত দেখার, লাশ বিতর্কে যে টুইট যুদ্ধ শুরু হয়েছে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের, তা কোথায় গিয়ে থামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!