এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নেত্রীর নির্দেশ অমান্য করে ‘বদলা’র ডাক দিলেন তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে

নেত্রীর নির্দেশ অমান্য করে ‘বদলা’র ডাক দিলেন তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে

2011 সালে বামেদেরকে সরিয়ে ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে বিরোধী আসনে থাকা তৃণমূলের নেতারা তখন বামেদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগুনে ফুঁসছিল। কিন্তু সেই সময় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সমস্ত নেতাকর্মীদের হাত বেঁধে রেখেছিলেন।

“বদলা নয়, বদল চাই” স্লোগান দিয়ে বিরোধীরা যদি কোন রকম অশান্তিও করে, তাহলে তাদেরকে সংযত থেকে রবীন্দ্র সংগীত এবং নজরুল সঙ্গীত বাজাতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু এতদিন এই ব্যাপারে তৃণমূল ধৈর্যের পরিচয় দিলেও এবার কি তারা অসহিষ্ণু হয়ে উঠল! আর তাই কি “বদলা নয়, বদল চাই” এর স্লোগান থেকে কিছুটা পিছু হটে “বদল চাই, বদলা নয়” এর স্লোগানে হাঁটতে শুরু করল তারা।

বস্তুত, লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই কোচবিহারের দিনহাটা সহ বিভিন্ন এলাকাকে উত্তপ্ত হতে দেখা গেছে। কখনও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, আবার কখনও বা প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ের গাড়িতে হামলার অভিযোগে সরগরম হয়েছে কোচবিহার জেলার রাজনীতি।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে সেই দিনহাটা ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। কোথাও পার্টি অফিস ভাঙচুর, কোথাও তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রবল বিপাকে পড়েছে শাসকদল। আর এবার তৃণমূল কর্মীরা আক্রান্ত হওয়ায় বদলা রাস্তায় হাঁটার ডাক দিতে দেখা গেল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার রাতে উদয়ন বাবু তার ফেসবুক পেজে দলের একটি অফিস ভাঙচুরের ছবি তুলে বিজেপির বিরুদ্ধে বদলার রাস্তায় হাঁটবার ডাক দেন। তিনি বলেন, “যেভাবে রোজ হামলা হচ্ছে তাতে আমরা চুপ করে বসে থাকব না। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এরপরেও যদি কাজ না হয়, তাহলে রাস্তায় নেমেই তৃণমূল কর্মীরা প্রতিরোধ গড়বেন।” আর উদয়ন গুহর এই কথাতেই এবার শুরু হয়েছে চাঞ্চল্য।

অনেকে বলছেন, তাহলে কি বিরোধী দলের বাড়বাড়ন্ত সহ্য করতে না পেরেই এবার শেষমেষ বদলার রাস্তায় হাঁটার ডাক দিল শাসকদল! এদিন এই প্রসঙ্গে উদয়ন গুহর বিরুদ্ধে সরব হয়ে জলপাইগুড়ি বিজেপির পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “উদয়ন বাবু বরাবর দিনহাটায় অশান্তি তৈরি করছেন। মানুষের ওপরে অত্যাচার করছেন। তৃণমূল কর্মী খুনের ঘটনায় কে অভিযুক্ত ছিলেন তা মানুষ জানে। এবারে সাধারন মানুষ প্রতিরোধ গড়তে শুরু করেছে।”

অন্যদিকে এই প্রসঙ্গে বাম নেতা আব্দুর রউফ বলেন, “কোনো দলের পার্টি অফিসে হামলা যেমন মেনে নেওয়া যায় না, ঠিক তেমনই যেভাবে বিধায়ক বদলা নেওয়ার কথা জানাচ্ছেন, এটা আইনবিরোধী। গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে সব কিছুর প্রতিবাদ হওয়া উচিত।” সব মিলিয়ে উদয়ন গুহর কথায় এবার “বদলা নয় বদল চাই” স্লোগান থেকে পিছু হটে “বদলা চাই, বদল নয়” স্লোগানের দিকে যেতে শুরু করল তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!