এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে ‘ধীরে চলো’ নীতি, বাড়ছে জল্পনা

বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে ‘ধীরে চলো’ নীতি, বাড়ছে জল্পনা


কড়া নাড়ছে লোকসভা ভোট। জোট বাঁধতে চলেছে মোদী বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এই জোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধান মুখ কে হবেন তা স্থির হয়নি এখনও। ঠিক করে ওঠা যায়নি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নামও। রবিবার দিল্লিতে কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে সভাপতি রাহুল গান্ধীকে বিরোধী জোটের তরফ থেকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার জন্যে সর্বসম্মতি ক্রমে দাবি জানানো হয়। কিন্তু কংগ্রেস নেতৃত্ব এই ব্যাপারে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে।

তবে ঘটনার একদিনের মধ্যেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া প্রকাশ্যে প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ”কর্নাটকে আমরা কংগ্রেসের সঙ্গে জোটে আছি। ফলে আমাদের দলের পক্ষ থেকে রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে দ্বিধা নেই।” একই সুরে এদিন প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন আরজেডি দলের সাংসদ জয়প্রকাশ নারায়ণ যাদবও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন তিনি বলেন, ”বিজেপিকে হারাতে বিরোধী দলগুলি একজোট হয়ে লড়ছে আর সেই জোটের পয়লা নম্বর নেতা রাহুলই।”
কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার ঘটনার সমালোচনা করেছিলেন আরজেডি-র মুখপাত্র শঙ্করচরণ ত্রিপাঠী। এদিন আরজেডি দল থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। কংগ্রেস সভাপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় অল্প কদিন আগেই বিএসপি নেত্রী মায়াবতীও মায়াবতী তাঁর দলের নেতা জয়প্রকাশ সিংহকেও বহিষ্কার করেছিলেন।
প্রসঙ্গতঃ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি রাহুল গান্ধীকে মুখ করে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার দাবি উঠলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনই এই বিষয়ে বেশি আমল দেওয়ার পক্ষপাতী নয়। এই প্রসঙ্গে হাত শিবিরের এক শীর্ষ নেতা বলেন, ”রাহুলের নেতৃত্ব আজ না-হয় কাল বাকি সব দলকে মানতেই হবে। সেই হিসেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির আবেগের বার্তাটি সকলের কাছে পৌঁছে গিয়েছে। বিরোধীদের জোটবদ্ধ করাটাই এখন অগ্রাধিকার। প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে বিতর্কে সে কাজ বাধা পাক, কংগ্রেস তা চায় না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!