এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনে ‘অগ্নিপরীক্ষা’ বিজেপির, ২০১৯ এর ‘মহাজোটের’ প্রস্তুতি সারছে বিরোধীরা

উপনির্বাচনে ‘অগ্নিপরীক্ষা’ বিজেপির, ২০১৯ এর ‘মহাজোটের’ প্রস্তুতি সারছে বিরোধীরা

লোকসভার তিনটি আসনে উপনির্বাচন। আসন গুলি হলো যথাক্রমে উত্তরপ্রদেশের গোরখপুর আর ফুলপুর এবং বিহারের আরারিয়ায়। উত্তরপ্রদেশের গোরখপুর আর ফুলপুর থেকে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। এই প্রত্যেকটি আসনই নডিএ জোটের কাছে সম্মানের লড়াই এ পর্যবসিত হয়েছে মায়াবতী ও অখিলেশ যাদবএর জোট এর ফলে। উল্লেখ্য বিহারের আরারিয়া কেন্দ্রে ২০১৪ সালে মোদী ঝড়ে বিজয়ী হয়েছিলেন আরজেডি প্রার্থী মহম্মদ তসলিমুদ্দিন। এরপর তাঁর মৃত্যুতে উক্ত আসন শূন্য হয় । বর্তমানে ঐ আসনে প্রার্থী হয়েছেন তসলিমুদ্দিনের পুত্র সরফরাজ আলম। অনুমান করা হচ্ছে লালুপ্রসাদ যাদবের এই ভোটব্যাঙ্ক অক্ষত থাকলে এই লড়াই এ জয়লাভ বিজেপি-র পক্ষে সহজ হবে না। উত্তরপ্রদেশ এর আসন গুলিতে গড়ে উঠেছে বিজেপি বিরোধী মহাজোট যার মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি , নিশাদ পার্টি , পিস পার্টি, রাষ্ট্রীয় স্বাভিমান পার্টির মতো ছোট ছোট দল। পরে দলিত নেত্রী মায়াবতী এই জোটে যোগদান করেছেন। তাই নিষাদ , দলিত ও অন্যান্য অনগ্রসর ভোটের ওপর ভিত্তি করে গোরখপুরের আসনে যথেষ্টই আশাবাদী বিরোধী শিবির। অন্যদিকে ফুলপুর আসনের নির্বাচনে প্রার্থী বাহুবলী নেতা আতিক আহমেদ। আতিক এই নির্বাচনে লড়ছেন নির্দল হিসেবে আর সে কারণে সংখ্যালঘু ভোট পাবে না বলেই অনুমান করা হচ্ছে। এই ঘটনা যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলেছে বিজেপি কে ফুলপুর আসনে । আগামী বুধবার এই আসন গুলির ফলাফল। এখন সমগ্র দেশবাসী তাকিয়ে নির্বাচনের ফলাফলের দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!