এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা মিটলেই হবে ‘রাজনৈতিক ভূমিকম্প’? বিজেপি রাজ্য সভাপতির বার্তায় বড়সড় ভাঙ্গনের ইঙ্গিত!

করোনা মিটলেই হবে ‘রাজনৈতিক ভূমিকম্প’? বিজেপি রাজ্য সভাপতির বার্তায় বড়সড় ভাঙ্গনের ইঙ্গিত!


গোটা বিশ্বের মত ভারতেও চলছে করোনার করাল গ্রাস! ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের থাবায় আক্রান্ত ও প্রাণহানির ঘটনা বহু। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, গোটা দেশই গৃহবন্দী। আর তার ফলে স্বাভাবিক নিয়মে থেমে গেছে রাজনৈতিক কর্মকাণ্ড! কিন্তু ভারতের মত দেশে আদৌ কি তা সম্ভব? উপর থেকে দেখলে রাজনৈতিক ময়দান শান্ত-স্থিতধী লাগছে, কিন্তু রাজনীতির চোরা ফল্গু স্রোত যে প্রবাহমান তা আবারো প্রমাণিত হয়ে গেল এক হেভিওয়েট বিজেপি নেতার কথায়।

আর জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিল, মহারাষ্ট্রের বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিলের মন্তব্য! তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এবার জাতীয় স্তরে ‘রাজনৈতিক ভূমিকম্প’ দেখা যাবে। আর যে কথার সূত্র ধরেই শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা। কেননা, মহারাষ্ট্রের রাজনীতি দীর্ঘদিন ধরেই চরমভাবে উথালপাথাল হচ্ছে। একসাথে জোট বেঁধে নির্বাচনে গিয়েছিল বিজেপি-শিবসেনা। বিজেপি একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা শিবসেনা গোঁ ধরেছিল, তাদেরও মুখ্যমন্ত্রী পদ চায়! আর তারফলেই বিজেপির সব থেকে পুরোনো সঙ্গীর সঙ্গে জোট ভেঙে যায়। যার পিছনে ছিল কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের হাত। রাজনৈতিকভাবে বিপরীত মেরুর শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার করে, মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে সক্ষম হন তাঁরা। কিন্তু সেই জোট সরকারও খুব স্বস্তিতে নেই। মহারাষ্ট্রের রাজনীতিতে কান পাতলেই শোনা যায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কুর্শি টলমল।

আর এই সবের পরিপ্রেক্ষিতেই চন্দ্রকান্ত পাতিলের বক্তব্য নতুন করে জল্পনা বাড়াল। তিনি জানান, সোনিয়া গান্ধীর যে দল বিজেপির শরিককে কেড়ে মহারাষ্ট্রে গদিতে বসেছে শিবসেনার শরিক হিসাবে, এবার সেই দলে থরহরিকম্প লাগাতে চলেছে বিজেপি। কংগ্রেস এই করোনা আবহের পরই দুঃসংবাদ পেতে চলেছে। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে বহু ডাকসাইটে নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছেন তিনি। আর তারফলেই করোনা কান্ড মিটলে ঠিক কোন ‘রাজনৈতিক ভূমিকম্প’ হয় সেদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!