বিজেপি মহিলা প্রার্থীদের সুরক্ষা নিয়ে বিশেষ ঘোষণা লকেট চট্টোপাধ্যায়ের রাজ্য March 20, 2018 পঞ্চায়েত ভোটের আগে এবার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় মহিলা প্রার্থীদের ওপর বিশেষ নজরদারির কথা বললেন। এদিন এক সাংবাদিক বৈঠকে লকেট মহিলা প্রার্থীদের ওপর নজরদারির জন্য বিজেপির তরফ থেকে ওয়ার রুম তৈরির কথা জানান। এদিন বৈঠকে তিনি বলেন,“আমরা প্রত্যেকেই জানি, মহিলা প্রার্থীদের আটকানো হবে। সেক্ষেত্রে আমরা চাইছি BDO-র কাছে না গিয়ে অনলাইনে অভিযোগ জানাতে। রাজ্যপালের কাছে বিষয়টি জানানো হয়েছে। যে কোনও মূল্যে আমরা সব আসনে মনোনয়নপত্র জমা দেব।” এদিন তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন,“তৃণমূলের আমলে সন্ত্রাস ব্যাপারটা খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সকলের রক্তে ঢুকে গিয়েছে সন্ত্রাসের আতঙ্ক। তবু আমরা লড়াই করব। তৃণমূল যেভাবে আক্রমণ করবে আমরা সেভাবে জবাব দেব। আমাদের সংগঠন তৈরি আছে।” বৈঠকে উপস্থিত ছিলেন লকেট সহ অন্যান্য জেলা পর্যবেক্ষকরা। সাংবাদিক সূত্রের খবর, এদিন লকেট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ফলকে কালি মাখানোর ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। আপনার মতামত জানান -