এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে মাস্টারস্ট্রোক দিতে মমতাকে কি কি পরামর্শ দিচ্ছেন প্রশান্ত কিশোর, জানুন

বিজেপিকে মাস্টারস্ট্রোক দিতে মমতাকে কি কি পরামর্শ দিচ্ছেন প্রশান্ত কিশোর, জানুন

লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 42 এ 42 এর স্লোগান তুলেছিলেন।কিন্তু বাস্তবে তার সেই স্লোগান পরিপূর্ণতা পায়নি। উল্টে 22 টা আসন দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে। অন্যদিকে বিজেপি গত 2014 সালে দুটি আসন পেলেও এবার তাদের দখলে এসেছে প্রায় 18 টি আসন। আর বিজেপির বাড়বাড়ন্তে দলের এই খারাপ ফলাফলে কিছুটা হলেও মুষড়ে পড়েছিল তৃণমূল।

কিভাবে দলকে ঘুরে দাঁড় করিয়ে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে ভালো ফল করা যায়, তার জন্য নানা পর্যালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই রাজনৈতিক স্ট্যাটেজিস্ট হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার উপদেষ্টা হিসেবে বেছে নেন তৃণমূল সুপ্রিমো।

আর এরপরই প্রায় দুবার রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় প্রশান্ত কিশোরকে। ইতিমধ্যেই কিভাবে দলকে ঘুরে দাঁড় করানো যায়, তার জন্য প্রশান্ত কিশোরের কাছে একাধিক মতামত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, দায়িত্ব দেওয়ার সাথে সাথেই বাংলার রাজনীতিতে প্রায় পাঁচ লক্ষ যুবক যুবতীকে যাতে তৃণমূলে আনা যায়, তার জন্যে প্রশান্ত কিশোর নিজের স্ট্র্যাটেজি তৈরি করেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল হতে দেখা গেছে। ফলে তিনি যাতে আলটপকা মন্তব্য না করেন, তার জন্য তৃণমূল নেত্রীকে পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর বলে মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়াও তৃণমূলকে ঘুরে দাঁড় করাতে প্রশান্ত কিশোর ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে একাধিক পরামর্শ দিয়েছেন। যার মধ্যে নতুন যুবক-যুবতীরা যাতে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে ঘাসফুল শিবিরের ছাতার তলায় আসে তার জন্য পরামর্শ দিয়েছেন প্রশান্ত বাবু।‌

শুধু তাই নয়, দলে এবারে খারাপ ফলাফলের পেছনে পুরনো কর্মীদের খুব একটা পাত্তা না পাওয়া প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। ফলে সেই পুরনো কর্মীদের যাতে ফের দলের সামনের সারিতে আনা যায়, তার জন্য তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গত 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর বিভিন্ন ফেস্টুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি আরও অনেক নেতা নেত্রীর ছবি এবং নাম ব্যবহার করা হত। কিন্তু দলের অনেক কর্মী তা ভালোভাবে মেনে নিতে পারেনি। ফলে তা যাতে আর না করা হয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং নামই যাতে ফ্লেক্সে ব্যবহার করা হয় তার জন্যও তৃণমূলকে পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর বলে মনে করছে বিশেষজ্ঞরা।

কেননা প্রশান্তবাবুর পরামর্শ মতই এবার একুশে জুলাই তৃণমূল নেতৃত্ব শুধুমাত্র দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং নাম ব্যবহার করেছে। এদিকে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং বেকার যুবক-যুবতীদের চাকরি না থাকার কারণে এবার সরকারি কর্মচারী বেকার সমাজের সমর্থন তৃণমূলের দিকে আসেনি। আর তাই সেদিকে যাতে তৃণমূল সরকার নজর দেয়, তার জন্য প্রশান্ত কিশোরের তরফে ঘাসফুল শিবিরকে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও সাধারণ মানুষের সাথে আরও বেশি করে জনসংযোগ বাড়ানো এবং সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করার দিকেও নজর দিতে বলা হয়েছে। তবে তৃণমূলকে ঘুরে দাঁড় করাতে প্রশান্ত কিশোরের তরফে ঘাসফুল শিবিরকে এই সমস্ত নির্দেশ দিলেও এখন তৃণমূল তা অক্ষরে অক্ষরে পালন করে তাদের ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!