এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভারতবর্ষ বিজেপির একার নয়, সবাইকে এক থাকার নির্দেশ দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ভারতবর্ষ বিজেপির একার নয়, সবাইকে এক থাকার নির্দেশ দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার


 

সম্প্রতি সংসদের দুই কক্ষ নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর তাতে স্বাক্ষর করে দিয়েছেন রাষ্ট্রপতি। যার ফলে সেই বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। আর এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সংগঠিত হতে দেখা যায়। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিক্ষোভের পক্ষে সওয়াল করে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টানা মিছিলে হেঁটে, পথসভার মধ্য দিয়ে এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যাচ্ছে তাকে। কখনও শ্লোগান তুলছেন, এনআরসি লজ্জা। কখনও স্লোগান তুলছেন, সিএবি লজ্জা। আবার কখনও বা কাঁসর ঘন্টা বাজানোর সাথে সাথে “আমরা কারা, নাগরিক” বলে সোচ্চার হচ্ছেন তৃণমূল নেত্রী। আর এই পরিস্থিতিতে এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন পার্কসার্কাসের জনসভা থেকে ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের ভোটে বিজেপি জিতেছে, এখন তাদেরই বলছে, তোমরা দেশের নাগরিক নও। এর ফল বিজেপিকে ভুগতে হবে। নরেন্দ্র মোদি সরকারকে যথাযোগ্য জবাব দেবে এদেশের মানুষ। সকলে ঐক্যবদ্ধ হোন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাগরিকত্ব সংশোধনী আইনের সম্মিলিত প্রতিবাদ সবাইকে এক জায়গায় এনে দিয়েছে। আমরা সবাই নাগরিক। নাগরিকত্ব সংশোধনী আইন রদ করতেই হবে। মানুষের সম্মিলিত দাবি বিফলে যাবে না। আমরা জিতব। আর এই ঐক্যবদ্ধতা বিজেপিকে পিছু হটতে বাধ্য করবে। বিজেপির বিদায় ঘনিয়ে আসছে। মানুষকে বিপদে ফেলে কোনো সরকার টিকতে পারে না। ভারতবর্ষ বিজেপির একার দেশ নয়।” বিশেষজ্ঞরা বলছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

ফলে সেদিক থেকে যত দিন যাচ্ছে, ততই আন্দোলন বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে এদিনের পার্ক সার্কাসের সভা থেকে কিছুটা আত্মপ্রত্যয়ী ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই তো এই আন্দোলনকে আরও চওড়া করতে সকলকে একত্রিত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেননা তার আশঙ্কা যে, যদি এই আইনের বিরুদ্ধে ঠিকমত আন্দোলন না হয়, তাহলে বিজেপি বাড়তি অক্সিজেন পেয়ে যেতে পারে। আর তাই তো বিজেপি যাতে সেই অক্সিজেন না পায়, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন বলে মত একাংশের। তবে যে আইন লাগু হয়েছে, তাতে তা বাতিল হওয়া কার্যত দিবাস্বপ্ন বলেই মনে করছে বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!