এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে বিজেপির পাশে দাঁড়ালেন অভিষেক, অস্বস্তি বাড়ছে মমতা ঘনিষ্ঠকে নিয়ে

জল্পনা বাড়িয়ে বিজেপির পাশে দাঁড়ালেন অভিষেক, অস্বস্তি বাড়ছে মমতা ঘনিষ্ঠকে নিয়ে

“আজ যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামে।” রাজনীতিতে কোন হেভিওয়েট কখন কার দিকে যাবে, তা আজকাল নিশ্চিত করে বলা যায় না। আজকে যিনি তৃণমূলের হয়ে লড়াই করছেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যে তিনি বিজেপিতে নাম লেখাবেন না, তার গ্যারান্টি এখন বঙ্গ রাজনীতিতে কেউ দিতে পারে না। তবে রাজনীতিবদদের দলবদলের আগে তাদের বিভিন্ন মন্তব্যে পূর্বাভাস পাওয়া যায় যে তারা হয়ত শিবির বদল করতে পারেন। আর এবার কংগ্রেস নেতা বলে পরিচিত অভিষেক মনু সিংভি বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্যে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

বস্তুত, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে একটি ইশতেহার প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে এই বিনায়ক দামোদর সাভারকারকে। যে ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হলেও এবার সেই কংগ্রেস নেতা বলে পরিচিত অভিষেক মনু সিংভি বিনায়ক দামোদর সাভারকারের প্রশংসা করায় তীব্র অস্বস্তিতে পড়ল হাত শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই কংগ্রেস নেতা বিনায়ক দামোদর সাভারকর এর প্রশংসা করা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তিও অনেকটা বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু সাভারকার সম্পর্কে ঠিক কি বলেছেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা! সূত্রের খবর এদিন ট্যুইটে অভিষেক মনু সিংভি বলেন, “আমি ব্যক্তিগতভাবে সাভারকারের আদর্শকে না মানলেও এটা সত্যি যে তিনি একজন সুদক্ষ মানুষ। যিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, দলিতদের অধিকারের জন্য লড়েছিলেন এবং দেশের জন্য জেলেও গিয়েছিলেন।”

আর এখানেই একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, যেখানে কংগ্রেস সাভারকারকে ভারতরত্ন দেওয়ার বিরুদ্ধে বিজেপিকে কটাক্ষ করছে, সেখানে কেন কংগ্রেসের এই শীর্ষ নেতা সেই বিনায়ক দামোদর সাভারকরের প্রশংসা করলেন! অন্যদিকে দেশের হেভিওয়েট কংগ্রেস নেতা হিসেবে পরিচিত অভিষেক মনু সিংভি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

 

একসময় এই কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়ায় রাজ্যে আসার পর অনেক কংগ্রেস কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বিনায়ক দামোদর সাভারকরের পক্ষে সওয়াল করে কংগ্রেস দল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন বলে মত রাজনৈতিক মহলের। তবে তিনি মন্তব্য করলেও দলত্যাগের মত কোনো ঘটনা ঘটান কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!