এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটের ভোটের পরই ‘অন্যদিক দিয়ে’ বড় ধাক্কা খেতে পারে বিজেপি

গুজরাটের ভোটের পরই ‘অন্যদিক দিয়ে’ বড় ধাক্কা খেতে পারে বিজেপি

২০১৮ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদী-অমিত শাহের কাঁধে ভর করে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশজুড়ে বিজেপির বিজয় কেতন ওড়া অব্যাহত। ব্যর্থতা বলতে শুধু বিহার আর পাঞ্জাব। কিন্তু পরবর্তীকালে বিহারেও লালু-নীতীশের জোট ভেঙ্গে ক্ষমতা দখল করে বিজেপি, আর পাঞ্জাবে হারের পিছনে দায় বকলমে ঠেলে দেয় জোটসঙ্গী শিরোমনি অকালি দলের দিকে। আর এই সাফল্যের রেশ ধরেই আগামী ২০১৯ এর লোকসভা ভোটেও ভালো ফলের আশায় আছে দল।
কিন্তু এত সাফল্যের মাঝেও কাঁটার মত খচখচ করছে দীর্ঘদিনের শরিকদের ক্ষোভ। সূত্রের খবর গুজরাট বিধানসভা নির্বাচনের পরেই এই নিয়ে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা হাত ছাড়তে পারে বিজেপির। আর রাজনৈতিক মহল মনে করছে, এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। কেননা শিবসেনা এনডিএ জোটের অন্যতম বড় শরিক, তারা যদি পথ দেখায় এই বলে যে ক্ষমতার বলে বিজেপি আর শরিকদের সম্মান দিচ্ছে না, তাহলে সেই দেখানো পথে হাঁটতে পারে অন্যান্য ছোট শরিকও। আর এই সব শরিকরা যদি বিরোধী ইউপিএ জোটে শামিল হয়ে যায় তাহলে ২০১৯ আদতেই মধুর হবে না বিজেপির পক্ষে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার শরিকি ঝামেলা মিটিয়ে এনডিএর ঐক্য ধরে রাখতে পারে বিজেপি নাকি একক ক্ষমতাবলে চলার মত পথ বেছে নেয় তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!