এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগেই চূড়ান্ত চমক দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ককে দলে নিচ্ছে বিজেপি

লোকসভা নির্বাচনের আগেই চূড়ান্ত চমক দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ককে দলে নিচ্ছে বিজেপি


লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই – আর তার আগেই শরিকি সমস্যায় জেরবার গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে সম্মিলিত বিরোধীরা ফেডারেল ফ্রন্ট তৈরী করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক ফর্মুলায় বাজিমাত করার ঘুঁটি সাজাচ্ছে। সুতরাং আগামী লোকসভা নির্বাচনের লড়াই কার্যত নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কাছে অ্যাসিড টেস্ট। আর সেই মহারণে জিততে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ নেমে পড়লেন ঘর গোছাতে। একদিকে যেমন তিনি পুরোনো শরিকি দ্বন্দ্ব মেটাতে নেমে পড়েছেন, অন্যদিকে তেমনই সমাজের অন্যান্য ক্ষেত্রে হেভিওয়েটদের গেরুয়া ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু করেছেন।

আর সেই লক্ষ্যে প্রথম মাস্টারস্ট্রোক হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জকে দলে নেওয়া। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যসভার মনোনীত সদস্য শচীন তেন্ডুলকরের মেয়াদ শেষ হয়েছে, আর তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন কপিল দেব। ইতিমধ্যেই কপিল পাজির দিল্লির বাড়িতে গিয়ে বৈঠক করে এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ নিজে। গেরুয়া শিবিরের দাবি কপিল দেব নিজেও গররাজি নন। অন্যদিকে, কপিল দেবকে দলে নিতে পারলে এক ঢিলে অনেক পাখি মেরে দেবেন অমিত শাহ। প্রথমত শচীন তেন্ডুলকরের বিকল্প হিসাবে কপিল দেবকে নিয়ে কেউ প্রশ্নই তুলতে পারবেন না। অন্যদিকে কৈরানা উপনির্বাচনে জাঠ ভোটে বড়সড় ধাক্কা লেগেছে গেরুয়া শিবিরের, তাই কপিল দেবকে যদি নির্বাচনের প্রচারে কাজে লাগানো যায় তাহলে হরিয়ানার জাঠ ভোটকে একত্রিত করতে বাড়তি সুবিধা পাবে গেরুয়া শিবির। ফলে সব মিলিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের গেরুয়া যোগ নিয়ে রীতিমত শোরগোল জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!