এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে ফিরতেই মিলছে বড় পদ থেকে সম্বর্ধনা, নতুন সমীকরণের ইঙ্গিত রাজ্যে?

বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে ফিরতেই মিলছে বড় পদ থেকে সম্বর্ধনা, নতুন সমীকরণের ইঙ্গিত রাজ্যে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মাঝে দলের সঙ্গে তার তীব্র দূরত্ব তৈরি হয়েছিল। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয়লাভ না করার পরেই তাকে জেলা সভাপতি থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিজেপিতে যোগদান করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব মিত্র। তবে বেশিদিন বিজেপির সঙ্গে ঘর করতে পারেননি তিনি। কিছুদিনের মধ্যেই আবার ফিরে আসেন তৃনমূল কংগ্রেসে। তবে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসলেও এককালে জেলার সভাপতি থাকা বিপ্লব মিত্র কোনো পদে ছিলেন না।

স্বাভাবিকভাবেই তাকে নির্বাচনের আগে বড় কোনো জায়গায় বসানো হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। আর এই পরিস্থিতিতে সম্প্রতি সেই বিপ্লব মিত্রকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়। আর নতুন দায়িত্ব পাওয়ার পরই জেলার ফিরতে ফিরতেই নিজের অনুগামীদের দ্বারা সংবর্ধিত হলেন সেই বিপ্লব মিত্র। সূত্রের খবর, রবিবার মালদা থেকে বিশাল কনভয় করে বিপ্লব মিত্রকে জেলায় নিয়ে আসেন তার অনুগামীরা। যেখানে কালীতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌছতেই আদিবাসী নাচের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে সংবর্ধনা দেওয়া হয়।

অনেকে বলছেন, এর আগেও যখন বিপ্লব মিত্র গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন, তখন তাকে এভাবেই তার অনুগামীরা স্বাগত জানিয়েছিলেন। আর এবার বিজেপি থেকে আসা সেই বিপ্লব মিত্র জেলার চেয়ারম্যান হওয়ার সাথে সাথেই থাকে বড় মাপের সংবর্ধনা দিল তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিপ্লববাবু অনুগামীরা। যা নির্বাচনের আগে বিপ্লববাবুর রাজনৈতিক শক্তি অনেকটাই বৃদ্ধি করল বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মাটি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এই বিপ্লব মিত্র। তৃণমূল কংগ্রেস যে তাকে ছাড়া এই জেলায় চলবে না, তা মাঝেমধ্যেই উপলব্ধি করেছেন তৃণমূলের অনেক কর্মী সমর্থক। আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে সেই বিপ্লব মিত্রের নেতৃত্বেই যাতে দক্ষিণ দিনাজপুর জেলায় দল ভালো ফল করে, তার জন্য তাকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করেছে রাজ্য নেতৃত্ব। আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কলকাতা থেকে ফেরার সাথে সাথেই মালদহ থেকে যে বিশাল কনভয় তাকে স্বাগত জানাল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পাশাপাশি গঙ্গারামপুরে পা রাখতেই যেভাবে বিপ্লব মিত্রকে সম্বর্ধিত করা হল, তা আগামীদিনের জন্য বিপ্লব বাবুর কাজের ক্ষেত্রে অনেকটাই মাইলেজ দিয়ে দিল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে নতুন দায়িত্ব পেতে না পেতেই যেভাবে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিপ্লব মিত্র, তাতে আগামীদিনে কাজের ক্ষেত্রে তিনি কতটা নজির স্থাপন করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!