এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপি মিথ্যা কথা বলে, এবার ওদেরকে শূন্য করে দিন” গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে প্রবল আক্রমণ মুখ্যমন্ত্রীর

“বিজেপি মিথ্যা কথা বলে, এবার ওদেরকে শূন্য করে দিন” গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে প্রবল আক্রমণ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ঝাড়গ্রামে জোড়া সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গোপীবল্লভপুরের জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন লালগড়ের জনসভায়। আবার, আজ বিকেলে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। গতকাল বাঁকুড়ায় একাধারে তিনটি জনসভায় যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গোপীবল্লভপুরের জনসভা থেকে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির প্রতি অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি মিথ্যে কথা বলে, কুৎসা করে নির্বাচনে জয়লাভ করেছে। তিনি জানালেন, গত নির্বাচনে গোয়ালতোড় এর দুটি বুথে রিগিং করা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, ঝাড়গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে কিছুই জানে না বিজেপি। গত দু’বছরে বিজেপি কিছুই করেনি। জেলায় কোন হাসপাতাল, স্কুল, কলেজ কিছুই নির্মাণ করেনি বিজেপি। তিনি অভিযোগ করেছেন, জেলাবাসীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। জনগণের কাছে মুখ্যমন্ত্রীর নিদান, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে একেবারে শুন্য করে দিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন, ইকো-ট্যুরিজমের উন্নতি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বহু পর্যটক ঝাড়গ্রামে বেড়াতে আসছেন। ঝাড়গ্রাম এখন হয়ে উঠেছে জঙ্গল সুন্দরী। গত ৯ বছরে একজন মানুষও খুন হন নি ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে নতুন মেডিকেল কলেজ যেমন রাজ্য সরকার করেছে, তেমনি করা হয়েছে বিশ্ববিদ্যালয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, বিজেপি কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার করে থাকে। তাই এই দল হলো দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজের দল। বিজেপির গুন্ডারা বাংলাকে অশান্ত করে তুলবে।

মুখ্যমন্ত্রী জানালেন, ডাক্তারেরা তাঁকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি বিশ্রাম নেন নি। পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানালেন ঝাড়গ্রামে নতুন মেডিকেল কলেজ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কনক দুর্গা মন্দিরের উন্নয়নের লক্ষ্যে দু’কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। ঝাঁ-চকচকে রাস্তা করে দিয়েছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম এত উন্নত হয়েছে যে, তা জঙ্গল সুন্দরী হয়ে গেছে। কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে টাকা দেয়া হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!