এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদ্বেষমূলক ভিডিও পোস্ট -এর অভিযোগ এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে

বিদ্বেষমূলক ভিডিও পোস্ট -এর অভিযোগ এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে


ধর্মীয় সম্প্রীতি বিরোধী সাম্প্রদায়িকতার জন্যেই মূলতঃ গেরুয়া শিবির পরিচিত বলে বিরোধীদের অভিযোগ। সেই অভিযোগকে আরো একটু উস্কে দিলেন তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টি রাজা সিং লোধ। জানা যাচ্ছে তিনি ইফতার পার্টির আয়োজনের বিরোধিতা করতে গিয়ে বিদ্বেষমূলক মন্তব্যে জড়িয়ে পড়েন। সেই মন্তব্যের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরেই রাজনৈতিকমহলে চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু তাই নয় এদিনের এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই পুলিশ ঐ বিধায়কের বিরুদ্ধে এই ঘটনায় ১৫৩ (‌এ)‌ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। ফলকনামা বিভাগের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার সৈয়দ ফৈয়াজ এদিন এই কথা জানালেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিজেপি বিধায়কের এইরকম আচরণ নতুন কিছু নয়। বিতর্কিত এই ভিডিও তে তাঁর বয়ানে জানা যাচ্ছে তিনি বলেছেন,” বিভিন্ন বিধায়ক এখন ইফতার পার্টি আয়োজনে ব্যস্ত। তিনি এইসব ইফতার পার্টিতে যাবেন না বলেও ঘোষণা করেছেন রাজা সিং। যাঁরা ইফতারে উপস্থিতদের সঙ্গে বসেন তাঁরা আসলে ভোট ভিখারি।” মনে করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও পবিত্র রমজান মাসে বিভিন্ন মসজিদ প্রাঙ্গনে ইফতার পার্টির আয়োজন করেছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতি মূলক উদ্যোগকে কটাক্ষ করতেই তাঁর এই প্রচেষ্টা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!