এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি বিধায়ক! অভিযোগের তীর তৃণমূলের দিকে, শুরু তীব্র চাঞ্চল্য

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি বিধায়ক! অভিযোগের তীর তৃণমূলের দিকে, শুরু তীব্র চাঞ্চল্য

তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোর পর থেকেই অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করে। এক সময়ে উত্তর 24 পরগনার একাধিক পৌরসভা তৃণমূলের থেকে বিজেপির দখলে চলে গেলেও, বর্তমানে সেই সমস্ত পৌরসভা ফের তৃণমূলের দখলে চলে এসেছে। তবে তৃণমূল নেতৃত্বের এখন টার্গেট, ভাটপাড়া পৌরসভা দখল করা। তার জন্য ইতিমধ্যেই নানা প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। আর এই পরিস্থিতিতে ফের ভাটপাড়ায় তৈরি হল রাজনৈতিক অশান্তি।

এবার নিজেদের দলীয় কার্যালয়ে উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহের পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ। যা নিয়ে ইতিমধ্যেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ার জগদ্দলের অন্তর্গত কলাবাগান এলাকায়। কিন্তু কেন হঠাৎ আক্রান্ত হতে হল এই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে? জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাগান এলাকায় বিজেপির কার্যালয়ের দখল নিতে আসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

অভিযোগ, সেখানে বিজেপির কার্যালয়ে সবুজ রং করে তা দখল নিতে উদ্যত হয় তৃণমূল। আর নিজের অফিসে বসে থাকা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ এই খবর পেয়েই সেই কলাবাগান এলাকায় চলে আসেন। পরে তিনি পার্টি অফিসের দখল নিতে আসা এক তৃণমূল কর্মীকে ধরলে সেই তৃণমূল কর্মী বিজেপি বিধায়কের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে যান। তবে এত পর্যন্ত সব ঠিক থাকলেও এরপরই শুরু হয় উত্তেজনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কলাবাগান এলাকায় জড়ো হয়ে বিজেপি বিধায়ক পবন সিংহকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে। যেখানে একটি বোমা ফাটলেও, তা কাউকে আঘাত করেনি। অন্যদিকে আরেকটি বোমা পুকুরে পড়ে যাওয়ায় তা আর ফাটেনি। যার ফলে কোনোরকমে বড়সড় বিপদ থেকে রক্ষা পান বিজেপির পবন সিংহ। তবে এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত হিসেবেই দায়ী করছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির পবন সিংহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

এদিন তিনি বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকে লক্ষ্য করে বোমা মেরেছিল। আমি বেঁচে গিয়েছি। গায়ে লাগেনি। তবে অন্য কারওর ক্ষতি হতে পারত। এই সময় জুটমিলের কাজ শেষ হয়েছে। শ্রমিকরা ঘোষপাড়া রোড দিয়ে বাড়ি ফিরছিল। এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে। যেহেতু কলাবাগান এলাকায় দলীয় কার্যালয় দখল করতে এসে বাধা পেয়েছে, সেই জন্য আমার ওপর হামলা করল।” তবে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংহ এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

এদিন এই প্রসঙ্গে বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, “এই বোমাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। শুক্রবার ভাটপাড়া পৌরসভায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। তাই এইসব মিথ্যা কথা হচ্ছে বিজেপি। আমাদের কোনো কর্মী এই ধরনের বোমা মারার মত কাজের সঙ্গে যুক্ত নয়।” তবে গোটা ঘটনাকে নিয়ে যতই রাজনৈতিক পারদ চড়ুক না কেন, যখন ভাটপাড়া পৌরসভা নিয়ে তৃণমূল বনাম বিজেপির তরজা চলছে, ঠিক সেই সময়ই এইভাবে বোমা পড়ার ঘটনা রীতিমতো আশঙ্কা তৈরি করছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!