এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি বিধায়ক ও পুত্রকে এনকাউন্টারের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক কৈলাশ!

বিজেপি বিধায়ক ও পুত্রকে এনকাউন্টারের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক কৈলাশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষন, সন্ত্রাস, এই সমস্ত অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বিরোধীদের। কিন্তু এবার বিজেপি সাংসদ এবং তার পুত্র তথা বিজেপি বিধায়ককে পুলিশের বিরুদ্ধে এনকাউন্টার করে হত্যা করার অভিযোগ তুলে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। স্বাভাবিকভাবেই রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিজেপি সাংসদ এবং তার পুত্রকে এনকাউন্টারের অভিযোগ তোলায় এখন তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এইরকম অভিযোগ তুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়? জানা গেছে, সমবায় ব্যাংক দুর্নীতি মামলায় সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর এরপরই পুলিশের পক্ষ থেকে অর্জুনবাবুর ভাইপোর খোঁজ করা হয়। তবে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। শুধু তাই নয়, কিছুদিন আগে কাকিনাড়া আর্যসমাজ মোড়ে এক তৃণমূল যুব নেতাকে গুলি করার ঘটনায় নাম জড়িয়ে পড়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গোটা ঘটনায় অর্জুনবাবু জড়িত। এছাড়াও কিছুদিন আগেই অর্জুন সিংহের গাড়ি আটকে তার গাড়িতে থাকা এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আর একের পর এক বিজেপি সাংসদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে এই রকম ব্যবহারের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করে ভারতীয় জনতা পার্টি। আর এবার রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে ফেলেছে। পুলিশ ওনাকে এবং ওনার বিধায়ক পুত্র পবন সিংকে এনকাউন্টার করতে চায় বলে আশঙ্কা করছি। মমতাজী, পুলিশ এই ধরনের কোনো পদক্ষেপের চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।” আর কৈলাস বিজয়বর্গীয়র এই অভিযোগ এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। যদি বিজেপির এই কেন্দ্রীয় নেতার অভিযোগ সত্যি হয় তাহলে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক অস্বস্তিতে পড়তে হবে রাজ্য সরকারকে কেননা অর্জুন সিংহ এবং তার পুত্র দুজনেই জনপ্রতিনিধি।

ফলে তাদেরকে যদি পুলিশ কোনোভাবে হেনস্থা করে, তাহলে তা নিয়ে বিজেপি ময়দানে নামবে এটাই স্বাভাবিক। যার ফলে অসুবিধায় পড়বে রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই বর্তমান পরিস্থিতিতে যখন অর্জুন সিংহের বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে, ঠিক তখনই পুলিশের বিরুদ্ধে এনকাউন্টারের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!