এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা খেলেন মোদী-শাহ, সামাল দিতে নতুন অঙ্কের খোঁজ, হাসি চওড়া বিরোধীদের

বড় ধাক্কা খেলেন মোদী-শাহ, সামাল দিতে নতুন অঙ্কের খোঁজ, হাসি চওড়া বিরোধীদের


সমীকরণ বদলাচ্ছে বিজেপির। এক সাংবাদিক সম্মেলনে তেলেগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এনডিএ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বলে জানা গেছে। এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী অরুন জেটলি জানান, “অন্ধ্রপ্রদেশকে কোনওভাবেই ‘স্পেশাল স্ট্য়াটাস’ দেওয়া বা কর ছাড়ের ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়।” আর এরপরেই চন্দ্রবাবু এনডিএ ত্যাগের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। চন্দ্রবাবু মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, “অন্ধ্রপ্রদেশকে ‘স্পেশাল স্ট্যাটাস’ না দিয়ে এই রাজ্যের মানুষকে অপমান করেছে কেন্দ্র। কেন্দ্রে বিজেপি-কে সবধরণের সাহায্য দিয়েছে টিডিপি। কিন্তু, অন্ধ্রের মানুষদের মনে আঘাত হেনেছে মোদী সরকার।” এদিন তিনি আরো বলেন, ” কেন্দ্রের উচিত ছিল অন্ধ্রের মানুষের কথা মাথায় রেখে ‘এপি রেগুলেশন অ্যাক্ট, ২০১৪’-কে সংসদে পাস করানো। এই অ্যাক্ট-কে সংসদে পাস না করে বিজেপি যে আঘাত দিয়েছে তার প্রতিবাদে বৃহস্পতিবার এনডিএ জোট থেকে টিডিপি-র দুই মন্ত্রী পদত্যাগ করছেন” টিডিপি প্রধানের আরো অভিযোগ,” বিষয়টি নিয়ে গত ৪ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে দরবারও করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেছি। কিন্তু, প্রধানমন্ত্রীকে কোনওভাবেই পাওয়া যায়নি।” এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ” যেভাবে কংগ্রেস সভাপতি অন্ধ্রের ‘স্পেশাল স্ট্যাটাস’-কে সমর্থন দিয়েছেন সে ভাবে সরকারের জোটসঙ্গী হয়েও বিজেপি-র কাছ থেকে তেমন কোনও সাড়া পাওয়া যায় নি। এই সিদ্ধান্তে অন্ধ্রপ্রদেশকে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ পেতে আরও সমস্য়ার সম্মুখিন হতে হবে।” জানা গেছে টিডিপি প্রধানের এমন সিদ্ধান্তের পর পদত্যাগের কথা ঘোষণা করলেন টিডিপির কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পি অশোকপতি গজপতি রাজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্রুজানা চৌধুরী। এইমুহূর্তে টিডিপি সদস্যদের মধ্যে লোকসভায় সদস্য সংখ্যা ১৬ এবং রাজ্য সভায় ৪ জন। পিএনবি কাণ্ডের পর বহু কেন্দ্রীয় সমর্থকই কগ্রেসের সাথে এক গলায় জল ঢেলে গেরুয়া শিবিরের বিরোধিতা করেছে, যা মোদী সরকারের জন্য চিন্তার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল, এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!