এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির অন্দরেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘বিদ্রোহী ‘ হলেন আরেক শীর্ষ নেতা

বিজেপির অন্দরেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘বিদ্রোহী ‘ হলেন আরেক শীর্ষ নেতা


ভারতের বরিষ্ঠ বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করে রেখেছেন জাতীয় স্তরের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে, এমনটাই জানালেন তিনি এদিন মুম্বাই-এ কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠিত অল ইন্ডিয়া প্রফেশনালসে। শত্রুঘ্ন সিনহা,কীর্তি আজাদের দলে তিনিও যোগ দিলেন এবার। একইভাবে বিজেপি বিরোধী কথা বলে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের চাপে ফেললেন।

সিনিয়র বিজেপি নেতা এল. কে আদবানীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি আছে কুলকার্নির। এছাড়া তিনি আদবানী প্রাক্তন সহযোগীও বটে। সম্প্রতি মুম্বাই এর এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তিনি দেশের সমস্যার কথা বলতে গিয়ে রাহুল-স্তুতি করতে থামলেন না। জানালেন যে দেশের বর্তমান বহুবিধ সমস্যা থেকে নিস্তার দরকার একজন উপযুক্ত প্রধানমন্ত্রী। ইনি যেমন কাশ্মীর সমস্যাও মেটাতে পারবেন তেমনি পাকিস্থান ও চিনের সঙ্গে সমস্যাকেও তুড়ি মেরে ভ্যানিশ করতে পারবেন। এর পাশাপাশি এটাও বললেন যে বিজেপি তরফের প্রধানমন্ত্রী মোদীজি এসব সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া রাহুল গান্ধীর প্রশংসা করে আরো জানালেন যে মানুষ হিসাবে কংগ্রেস সভাপতি খুব উদার,পাশাপাশি তিনি আদর্শবাদী এবং সহমর্মীও। সাম্প্রতিক কালে কোনো রাজনৈতিক দলই ভালোবাসা বা সমবেদনার কথা বলেননি এমনটাই দাবি করেন ।  তিনি এরপর তিনি আরো জানান যে,প্রধানমন্ত্রীর কুর্সির আসল দাবীদার সোনিয়া পুত্রের উচিত ২০১৯ এর নির্বাচনের আগে একবার প্রতিবেশী রাষ্ট্রের( চীন,বাংলাদেশ,পাকিস্তান)  সফরে যাওয়া। বড় সমস্যার সমাধান সম্ভব এই বার্তা প্রচার করতেই রাহুল গান্ধীর পড়শি রাষ্ট্রে সফর জরুরি বলেই মনে করেন তিনি। কংগ্রসের প্রতিনিধিত্ব করার সময় তাঁর বাবা রাজীব গান্ধীও আবগানিস্থান সফরে গিয়েছিলেন নির্বাচনের আগে। রাহুল গান্ধীর লোকসভা নির্বাচনের আগে তেমনটাই করা উচিত বলে মনে করছেন সুধীন্দ্র কুলকার্নি। এদিনের আলোচনা সভায় নিজেকে তিনি কংগ্রেসের শুভাকাঙ্খী বলেও পরিচয় দিলেন।

এদিনের মুম্বাই এর আলোচনা সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সলমন খুরসিদও। এখানেই তাঁর বই ‘স্পেকট্রাম পলিটিক্স’ প্রকাশিত হয়। স্বাভাবিক ভাবেই সাবেক কালের বিজেপি নেতার এভাবে বিজেপি বিরোধী কথা বলায় মোদীজি- অমিত শাহরা অস্বস্তিতে পড়ে গেছেন। কুলকার্নির বক্তব্যের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পদ্ম শিবির সহ রাজনৈতিকমহলে ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!