এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি সাংসদকে দেখানো হয় কালো পতাকা, জোর শোরগোল রাজ্যে

দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি সাংসদকে দেখানো হয় কালো পতাকা, জোর শোরগোল রাজ্যে


ফের বিপাকে পড়লেন রাজ্যের হেভিওয়েট বিজেপি সাংসদ। এবার দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বাধার মুখে পড়লেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। জানা গেছে, তাকভরের কাছে তাঁর গাড়ি আটকে এদিন বিক্ষোভ দেখানো হয়। যেখানে বিজেপি সাংসদকে কালো পতাকা দেখানো হয়। তবে এই অশান্তির জন্য প্রায় দুই ঘণ্টা সময় নষ্ট হলেও আর এই দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া হয়নি বিজেপি সাংসদের।

এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। কিন্তু এই প্রথমবার নয়, গত লোকসভা নির্বাচনের সময়েও পাহাড়বাসীর তরফে কালো পতাকা দেখানো হয় রাজু বিস্তাকে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়বাসী বরাবরই ভূমিপুত্রদেরই প্রার্থী হিসাবে দেখতে চান।

তা সত্ত্বেও বিজেপি বহিরাগতকে প্রার্থী হিসাবে নির্বাচন করে। আর তার ফলেই রাজু বিস্তাকে এবার মানতে পারেননি তাঁরা। আর তাই হয়ত এবার বিক্ষোভের শিকার হতে হয় বিজেপি সাংসদকে। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার পাহাড়ে বিক্ষোভের মুখোমুখি রাজু বিস্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার সিংলায় একটি দলীয় কর্মসূচিতে জনসংযোগ করতেই যাওয়ার সময় হঠাৎই তাকভরের কাছে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। যেখানে কালো পতাকাও দেখানো হয় বিজেপি সাংসদকে। অভিযোগ ওঠে, বিনয় তামাং পন্থীরাই তাঁকে মাঝরাস্তায় আটকে রেখে এভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। তাঁর অভিযোগ, প্রায় ঘণ্টাদুয়েক ওই রাস্তায় আটকে ছিলেন তিনি। কিন্তু পুলিশের তরফে তাঁকে জনরোষের হাত থেকে রক্ষা করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে কর্মসূচি থাকা সত্ত্বেও কেন পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও তুলেছে বিজেপি সাংসদ।

তবে নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুলিশ আধিকারিকরা। তাদের দাবি, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরা। বিজেপি সাংসদকে উদ্ধার করা হয়। কিন্তু কালো পতাকা দেখানোর অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ বিনয় তামাংয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!