এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় স্বস্তি পেলেন বিজেপি সাংসদ, জেনে নিন

বড়সড় স্বস্তি পেলেন বিজেপি সাংসদ, জেনে নিন

লোকসভা নির্বাচনের আগেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আর এরপরই তার বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়।

এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে প্রার্থী হন সৌমিত্র খাঁ। তবে প্রার্থী হয়েও এলাকায় প্রচার করতে ঢুকতে পারেননি তিনি। যার কারণ হিসেবে এই প্রতারণা মামলায় বাঁকুড়া জেলায় তার প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরপরে শীর্ষ আদালতে তিনি এই বাঁকুড়া জেলায় ঢোকার জন্য অনুমতি জানালে শীর্ষ আদালত একদিনের জন্য তাকে অনুমতি দেয়। মূলত মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়ই এক দিনের জন্য তিনি বাঁকুড়ায় ঢোকেন। তারপর সেইভাবে তিনি তার বিষ্ণুপুর কেন্দ্রে প্রচার করতে না পারলেও শেষ পর্যন্ত সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন বিজেপির সৌমিত্র খাঁ।

আর জয়ী হওয়ার পরই নিজের লোকসভা কেন্দ্রে যাতে প্রবেশ করে সেখানকার উন্নয়নমূলক কাজ করা যায়, তার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন সৌমিত্রবাবু। অবশেষে মিলল বড়সড় স্বস্তি।

সূত্রের খবর, শুক্রবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাঁকুড়ায় ঢোকার অনুমতি পান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর হাইকোর্টের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে এখন কিছুটা হলেও স্বস্তি পেলেন বিজেপির এই সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!