এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার নির্দেশে খুন হতে পারেন-অভিযোগ জানিয়ে সাহায্য চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি সাংসদ!

মমতার নির্দেশে খুন হতে পারেন-অভিযোগ জানিয়ে সাহায্য চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি সাংসদ!


হুগলির ভদ্রেশ্বর এলাকায় দিন কয়েক আগে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ প্রশাসনের সহায়তায় তা আপাতত শান্ত হলেও এলাকা এখনো থমথমে। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। দোষীদের শাস্তির দাবিতে বিজেপির তরফ থেকে দাবিও তোলা হয়েছে।

এই নিয়েই যখন উত্তাল রাজ্য রাজনীতি এর মধ্যেই ফের মুখমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর প্রাক্তন সৈনিক অর্জুন সিং। জানা যাচ্ছে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ মমতার সরকার ও তার পুলিশ তাঁকে খুনের ষড়যন্ত্র করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে লেখা চিঠিতে অর্জুন সিং এর অভিযোগ জানিয়েছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের জয়েন্ট কমিশনার অজয় ঠাকুর এনকাউন্টার করে আমাকে এবং আমার পরিবারকে হত্যার চেষ্টা করছে। গত ১৪ মে প্রায় ৩৫ জনকে সঙ্গে নিয়ে সন্ধ্যে ৭:৩৯ নাগাদ তারা আমার অফিসে আসে। এবং রীতিমতো তাণ্ডব চালানো হয়। তাদের দাবি ছিল দাদা আমার পরিবারের সঞ্জিত সিং এবং নিতু সিং কে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে নোটিশ পাঠাতে এসেছে।”

তিনি এই নিয়েও অভিযোগ তুলেছেন যে, ‘তার অফিসে বসেই লেখা হয় নোটিশ। কেউ নোটিস এখানে এসে কেন লিখবেন? তা তো পাঠাতেই পারেন!’ অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এই নিয়েই তিনি টুইট করেন সেখানে তিনিও অর্জুন সিংয়ের হয়েই কথা বলেন তিনি দাবি করেন যে, ‘পুলিশ না সুপারি কিলার? পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপি সাংসদকে খুনের ছক কষছে। নানা মিথ্যাচারের সঙ্গে ব্যারাকপুরের জয়েন্ট সিপি ওনার পিছনে পড়ে রয়েছেন।’

যদিও এই নিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, ‘যদি আমাদের সাংসদের সঙ্গে কোন রকম ঘটনা ঘটে তাহলে তার দায়ভার অজয় ঠাকুরের।’ এই নিয়ে একটি চিঠির কিছু অংশ সামনে এসেছে , নিচে সেই চিঠি —

https://twitter.com/ArjunsinghWB/status/1260952462921543680

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!