এখন পড়ছেন
হোম > রাজ্য > নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, জোর শোরগোল সর্বত্র!

নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, জোর শোরগোল সর্বত্র!


 

নাগরিকত্ব সংশোধনী নিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যে। আর এরই মাঝে নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার পরিবারেরই সদস্যা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

জানা গেছে, মমতাবালা ঠাকুর অভিযোগ করেছেন যে, সাংসদ শান্তনু ঠাকুরের সই করা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পরিচয়পত্র নিলেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে বিজেপির তরফে প্রচার করা হচ্ছে। আর এই ঘটনা এখন চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই মতুয়া সমাজে।

বস্তুত, বর্তমানে প্রায় প্রতিদিনই ঠাকুরনগরের ঠাকুর পরিবারে লম্বা লাইন পড়তে শুরু করেছে। যেখানে এটিএম কার্ডের সমান একটি পরিচয় পত্র রয়েছে। আর তার নিচের ডানদিকে রয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সই। কিন্তু এইভাবে বিজেপি সাংসদ কেন নিজের নাম ব্যবহার করা সই দিয়ে নাগরিকত্ব দিচ্ছেন! এটা কি আইনের বিরুদ্ধাচরণ নয়! ইতিমধ্যেই এই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ঠাকুর পরিবারের পুত্রবধূ তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “মতুয়া মহাসঙ্ঘের সদস্য বা দলপতি, তাদের আগেও পরিচয় পত্র দেওয়া হত। কিন্তু এখন শান্তনু ঠাকুরের সই করা যেসব পরিচয় পত্র বিলি করা হচ্ছে, তা নিয়ে নানা অপপ্রচার চলছে। ওদের দেওয়া পরিচয় পত্র থাকলেই নাকি নাগরিকত্ব মিলবে।”

একইভাবে টাকা নিয়ে ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি সত্যি! যদি তা সত্যি হয়, তাহলে তিনি কেন এরকম আচরণ করছেন!

এদিন এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, “এই পরিচয় পত্র প্রমথরঞ্জন ঠাকুরের সময়কাল থেকে দেওয়া চলছে। যখন তৃণমূল ছিল আকাশে, জন্ম হয়নি তৃণমূলের। প্রত্যেক সদস্যের পরিবারকে এই কার্ড দেওয়া হয়। তাই এই কার্ডের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। যারা বলছে, ভুল বলছে। ওরা অপপ্রচারে নেমেছে। তৃণমূল নোংরা রাজনীতি করছে।”

একইভাবে তৃণমূলের করা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। তবে নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তৃণমূল, তাতে বনগাঁ যে শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হতে শুরু করেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!