এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি সাংসদের চোখের সামনেই পুলিশ ‘উঠিয়ে নিল’ প্রভাবশালী নেতাকে! উত্তাল বঙ্গ-রাজনীতি!

বিজেপি সাংসদের চোখের সামনেই পুলিশ ‘উঠিয়ে নিল’ প্রভাবশালী নেতাকে! উত্তাল বঙ্গ-রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পুলিশ, প্রশাসন দিয়ে বিজেপি নেতা কর্মী এবং জনপ্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে তোলা এই অভিযোগ নতুন কিছু নয়। আর এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি দাঁড় করিয়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সূত্রের খবর, এদিন নিজের গাড়ি নিয়ে একটি জরুরি কাজে বের হন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আর সেই সময়ই তার কনভয় আটকে দেয় পুলিশ। যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুর।

অভিযোগ, বিজেপির সাংসদের গাড়ির মধ্যে থাকা এক বিজেপি কর্মীকে জোর করে আটক করে পুলিশ। আর এরপরই গাড়ি থেকে নেমে জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কিন্তু কেন অর্জুন সিংয়ের গাড়ি থেকে এই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিস? জানা গেছে, যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম বিট্টু জয়সওয়াল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের দাবি, আইনশৃংখলা ভঙ্গের অপরাধেই এই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বা এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “হালিশহরে সংঘর্ষের ঘটনায় আমি সহ 13 জনের বিরুদ্ধে পুলিশ ও এক তৃণমূল নেতা মামলা করেছিল। সেই মামলা থেকে আজ আমরা 13 জন একসঙ্গে জামিন পাই। ব্যারাকপুর কোর্ট থেকে যখন বাড়ি ফিরছিলাম, তখন ব্যারাকপুর চিড়িয়া মোড় এলাকায় আমাদের কনভয় আটকে দেয় পুলিশ। আমার গাড়ির সামনে অন্য গাড়ি দাঁড় করিয়ে দেয়। পেছনের গাড়ির ভেতর থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী বিট্টু জয়সওয়ালকে পুলিশ তুলে নিয়ে চলে যায়।

ওর বিরুদ্ধে কি মামলা আছে, কিছুই বলেনি। জোর করে ওকে নিয়ে চলে গেল। এভাবেই আমাদের উপর পুলিশ হেনস্থা করছে।” অর্থাৎ বিজেপি সাংসদের অভিযোগ যে, পুলিশ বিজেপি কর্মী হওয়ার অপরাধেই এই বিট্টু জয়সওয়ালকে গ্রেফতার করল। সব মিলিয়ে এখন গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যারাকপুর এলাকায়। বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে, তাতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!