এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার কি সিবিআইয়ের হাতে বড়সড় ধাক্কা খেতে চলেছেন এই তৃণমূল নেত্রী? সামনে এল বড়সড় ইঙ্গিত!

এবার কি সিবিআইয়ের হাতে বড়সড় ধাক্কা খেতে চলেছেন এই তৃণমূল নেত্রী? সামনে এল বড়সড় ইঙ্গিত!


রাজ্যে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই বিভিন্ন সময়ে শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। যদিও ঘাসফুল সিবি সেগুলিকে বিরোধীদের অপপ্রচার বলে ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছে! কিন্তু সারদা-নারদা সহ বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে শোরগোল এমন পর্যায়ে গেছে যে, তা নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে।

এমনকি, সিবিআইয়ের জেরার সামনে পরে তল খুঁজে না পেয়ে বহু হেভিওয়েট তৃণমূল নেতা-মন্ত্রী সহ শাসকদল ঘনিষ্ঠ প্রভাবশালীকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। কিন্তু এইসব তদন্তে কোনোটাতেই প্রায় এখনও পর্যন্ত ফাইনাল চার্জশীট জমা পড়েনি। ফলে, অনেক তৃণমূলের ডাকসাইটে নেতাই জামিনে আপাতত বাইরে আছেন। এছাড়াও বহু নেতা-নেত্রীকে সিবিআইয়ের জেরার সামনে ঘন্টার পর ঘন্টা পড়তে হয়েছে। রাজ্য-রাজনীতিতে তীব্র জল্পনা, অনেক তৃণমূল নেতা-নেত্রীকেই হয়ত আগামীদিনে আরও বড় অস্বস্তিতে পড়তে হতে পারে।

আর এর মাঝেই নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এবার বড়সড় ইঙ্গিত দিলেন, একদা তৃণমূলের প্রাক্তন সৈনিক তথা অধুনা বিজেপি সাংসদ অর্জুন সিংহ। গতকাল তিনি এক ট্যুইটে তৃণমূল কংগ্রেসের বারাসত লোকসভার তিন-তিনবারের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের উদ্দেশ্যে সরাসরি লেখেন যে সিবিআই এবার নাকি তাঁর বাড়ির দরজায় কড়া নাড়তে পারে! আর অর্জুনবাবুর এহেন ট্যুইটের পরে স্বাভাবিকভাবেই ঝড় উঠে গেছে রাজ্য-রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ব্যারাকপুরের বিজেপি সাংসদ নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্যারাকপুরের পুলিশ কমিশনার তাঁকে এনকাউন্টার করে মারতে চান! তার পরিপ্রেক্ষিতে কাকলিদেবী অর্জুনবাবুকে উদ্দেশ্য করে লেখেন, আপনার নাটকীয় গল্প লেখার প্রতিভা অসাধারন! আপনি কি ‘অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন’ হিসাবে চিত্রনাট্য লেখার কথা কখনো ভেবেছেন! আর এরই পাল্টা জবাব দেন অর্জুন সিংহ – যেখানে তিনি সিবিআইয়ের জল্পনাবাড়িয়ে দেন।

অর্জুনবাবু এরপর কাকলিদেবীর উদ্দেশ্যে বিস্ফোরকভাবে লেখেন, সকল লেখক, অভিনেতা, সঙ্গীতশিল্পী আপনাদের গ্রূপেই আছেন। আর তাঁদের মধ্যে সেরা সঙ্গীত রচয়িতা – আপনাদের রিংমাস্টার। আপনি তাঁদের কাছে গিয়ে আপনার জন্য একটা ভালো গল্প লিখতে বলুন। সিবিআই আপনার দরজায় কড়া নাড়লে কাজে লাগবে। আর অর্জুনবাবুর এহেন ট্যুইটের পরেই জল্পনা বাড়ছে, তাহলে কি তিনি প্রকারন্তরে ইঙ্গিত দিয়েই দিলেন যে – কাকলিদেবীর বিরুদ্ধে সিবিআই বড়সড় কোনো পদক্ষেপ নিতে চলেছে?

প্রসঙ্গত, নারদ তদন্তে ইতিমধ্যেই কাকলিদেবী সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন। এমনকি সিবিআইয়ের টীম ইতিমধ্যেই তাঁর অফিসে গিয়ে তদন্তের অঙ্গ হিসাবে ঘটনার পুনর্গঠন করেছে। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং অপারেশন। যেখানে দেখা যায়, ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন তৃণমূলের অনেক নেতানেত্রীই। যা নিয়ে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রী সিবিআইয়ের জেরার সামনে পড়েছেন ইতিমধ্যেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!