এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া সমর্থকদের জন্য সুখবর! ঠিক কত আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে দল, জানালেন হেভিওয়েট নেতা

গেরুয়া সমর্থকদের জন্য সুখবর! ঠিক কত আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে দল, জানালেন হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এ বিজেপি ক্ষমতা দখলের জন্য বাংলাকে টার্গেট করে ফেলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরে বাংলাকে নিয়ে সাতদিনের বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে এখন তীব্র জল্পনা শুরু হয়েছে বাংলা জুড়ে। জানা যায়, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে, তা নিয়ে সেই বৈঠকে নিজের তথ্য তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এই তথ্যের ভিন্নমত পোষণ করেন বিজেপি নেতা মুকুল রায়।

স্বাভাবিকভাবেই এরপরই বৈঠক ছেড়ে মুকুল রায়ের বেরিয়ে আসা নানা জল্পনা তৈরি করেছিল। তবে মুকুল রায় অবশ্য জানিয়ে দিয়েছিলেন, কোনোরূপ মতানৈক্য নয়। চোখের অপারেশনের জন্যই তিনি কলকাতায় পা রেখেছেন। আর এই পরিস্থিতিতে বিজেপি বাংলায় ঠিক কত আসন পাবে, তা নিয়ে যখন নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক তখনই এই ব্যাপারে নিজের মত পোষণ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যেখানে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি 200 র মত আসন দখল করবে বলে জানিয়ে দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এর আগে কেন্দ্রীয় বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 190 থেকে 200 টি আসন বিজেপি দখল করবে বলে জানিয়েছিলেন। যার বিরোধিতা করে মুকুল রায় বলেছিলেন, যতটা সহজ ভাবা হচ্ছে, ততটা সহজ নয়। কিন্তু এবার দিলীপ ঘোষের পথে হেটেই বিজেপি বাংলায় 200 টির মত আসন দখল করবে বলে জানিয়ে দিলেন জগন্নাথবাবু।

এদিন রানাঘাটের বিজেপি সাংসদ বলেন, “বিজেপি 200 এর কাছাকাছি আসন পাবে। তবে বড় দলে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপর গঠনগত আলোচনা হলে দ্বিমত হতেই পারে।” তবে সাম্প্রতিক কালে বিজেপিতে দ্বন্দ্ব চলছে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, এদিন তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন জগন্নাথ সরকার। তিনি বলেন, “আমরা আদর্শ নিয়ে দল করি। তাই মতপার্থক্য থাকতেই পারে। এছাড়া কোনো কোন্দল নেই। আমাদের দলে মুকুল রায় আসন্ন বিধানসভা লড়াইয়ে সেনাপতি। তার হাতে তৃণমূল সৃষ্টি, আর তার হাত দিয়েই তৃণমূল ধ্বংস হবে‌। শুধু করোনা থামুক, তারপর দেখবেন, আমপানের মত ঝড় উঠবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জগন্নাথ সরকারের এই মন্তব্য সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে বিজেপিতে নতুন করে কোন্দল তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়েছে, তাতে কত আসন বিজেপি পাবে, তা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। কিন্তু এবার দিলীপ ঘোষের সংখ্যার কথা তুলে ধরেই তৃণমূলকে মাস্টার স্ট্রোক দিলেন জগন্নাথ সরকার বলে মত বিশেষজ্ঞদের। এখন জগন্নাথ সরকারের এই সংখ্যার সঙ্গে বাস্তব কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!