এখন পড়ছেন
হোম > জাতীয় > চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি সাংসদ কংগ্রেসে

চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি সাংসদ কংগ্রেসে


কথায় আছে, দিল্লির মসনদ সেই রাজনৈতিক দলের দখলেই থাকে যে রাজনৈতিক দল উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা দখলে সমর্থ হয়। আর সেইমতো আসন্ন লোকসভা নির্বাচনে এই গোবলয় উত্তরপ্রদেশে ঠিক কোন রাজনৈতিক দলের আধিপত্য অটুট থাকবে তা নিয়ে শাসক দল বিজেপি বনাম বিরোধী দল কংগ্রেসের মধ্যে শুরু হয় জোর তৎপরতা।

কেননা এই উত্তরপ্রদেশে যেমন বিজেপির অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীরা বেশি করে জোর দিয়েছেন, ঠিক তেমনই সেখানে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের পোস্টার বয় বলে পরিচিত যোগী আদিত্যনাথের মত নেতা, ফলে সেই দিক থেকে কিভাবে এই উত্তর প্রদেশ দখল হবে তা নিয়ে প্রথম থেকে কিছুটা হলেও চিন্তায় দেখা গিয়েছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে।

কিন্তু লোকসভা নির্বাচনের আগে নিজের বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সেই উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন রাহুল। তবে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে নামলেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন আদৌ কি এই গোবলয় উত্তরপ্রদেশে নিজেদের ভোটব্যাঙ্ক শক্ত করতে পারবেন কংগ্রেসের এই নেত্রী? কিন্তু নানা জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে অবশেষে উত্তরপ্রদেশের দায়িত্ব নিয়েই সেই প্রিয়াঙ্কা গান্ধী একজন প্রাক্তন ও একজন বর্তমান সংসদকে কংগ্রেসের পতাকা ধরাতে সক্ষম বলেন।

সূত্রের খবর, 2014 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বিজেপির টিকিটে জিতে সাংসদ হওয়া সাবিত্রী বাই ফুলে এবার কংগ্রেসে যোগ দিলেন। অন্যদিকে সাবিত্রী দেবীর পাশাপাশি 2009 সালের লোকসভা ভোটে এই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির টিকিটে ফতেপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়া রাকেশ সাচনও এদিন যোগ দিলেন কংগ্রেসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শনিবার নয়াদিল্লির 24 নম্বর আকবর রোডে অবস্থিত কংগ্রেসের সদর দফতরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী এবং পশ্চিম উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ধরেই কংগ্রেসে যোগ দেন বিরোধীদলের এই দুই সাংসদ। কিন্তু হঠাৎ বিজেপি ছেড়ে কেন তিনি কংগ্রেসের যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে সেই সাবিত্রীবাই ফুলে বলেন, “দেশের সংবিধান বাঁচাতেই আমি কংগ্রেসে যোগ দিয়েছি। দেশে বিজেপির উত্থান ঠেকাতে আমি কংগ্রেসের হাত শক্ত করার কাজ করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রায় প্রত্যেকেই গোবলয় উত্তরপ্রদেশে যাতে নিজেদের ভোটব্যাঙ্ক আরও বাড়ানো যায় সেই চেষ্টা করতে মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই সেই উত্তর প্রদেশের বিজেপির বর্তমান সাংসদ কংগ্রেসে যোগ দেওয়ায় গেরুয়া শিবিরের অস্বস্তি যে কিছুটা হলেও বাড়ল সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

এখন শেষ পর্যন্ত সাংসদ দলবদল করলেও তাদের ভোটব্যাংক যে ঠিকই রয়েছে তা প্রমাণ করতে বিজেপি তরফে ঠিক কী উদ্যোগ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!